ব্রোথেলের ব্যবসায় দেউলিয়াত্ব!

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৭ এপ্রিল, ২০১৪, ১১:৩৩:০৮ সকাল



ব্রোথেল থেকে অনেক মেয়ে নিয়ে আসা হয়েছে MMU তে। উদ্দেশ্য এইডস থেকে তারা কি করে তাদের খদ্দেরদের মুক্ত রাখে এই নিয়ে ডকুমেন্টারী দেখানো হবে সর্বশেষ উম্মুক্ত প্রশ্নোত্তরের জবাব দিবেন ডিম্বি লিওন। পরিচিত লাগছে আপনাদের হুম ঠিক ধরেছেন ইনি এখনকার পর্নোষ্টার। আপনাদের যুগের স্টার সানি লিওনের মেয়ে। এখন ২০৫০সাল। প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মানকি শাহ। খুক খুক করে কেশে গর্ভবতী গাভীর ন্যায় বিশাল ভুড়িটা দুলিয়ে নিলেন একবার। জানেন বোধ হয় আমার বিশ্ববিদ্যালয় দুইটা ব্যাপারে ফার্স্ট এক এদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি দুই এদেশে প্রথম ছাত্রদের মাঝে কনডম বিতরনকারী বিশ্ববিদ্যালয় ও এটি! তারপর তিনি উঠলেন MMU মূক্তমনা বিশ্ববিদ্যালয় এর ভিসি প্রফেসর টুডে রহমান পিয়াল যৌবনাজ্বালা ওয়েবসাইটের বর্তমান পরিচালক ও তিনি বিশাল গুণী মানুষ। ডায়াসে উঠেই আড় চোখে লিওনির দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। লিওনিও মাঝের আংগুল উঠিয়ে বর্তমান যুগের আধুনিক চিহ্ন দিয়ে স্বাগতম জানালেন। টুডে রহমান বললেন আমরা দ্রুত আধুনিক হতে যাচ্ছি। আপনারা জানেন প্রতিক্রিয়াশীল গোষ্টিগুলো আমাদের এই প্রয়োজনীয় অনুষ্ঠানের বিরোধীতা করে তারা আরেকবার প্রমান করেছে তারা এদেশের উন্নতি চায় না শুধু পিছনে ফিরিয়ে নিতে চায়। তারা এতই ঘৃন্য যে এইডসও তাদের ঘৃনা করে। তাদের মাঝে এখনো এখনো একটা এইডস রোগীও পাওয়া যায় নি। আসুন সবাই তাদের এইডসের মত ঘৃনা করি। সর্বশেষ মুক্ত প্রশ্নোত্তর ডিম্বি লিওনি ডায়াসে দাঁড়ালেন উপস্থিত ছাত্র জনতা হাততালি দিয়ে বরন করে নিলেন তাকে। হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে ডিম্বি বললেন আজ আমি একটা প্রশ্নের উত্তরও দিব না বরং আপনারাই একটা প্রশ্নের উত্তর দেন আশেপাশে এত ব্রোথেল থাকলেও আমাদের পরিসংখ্যানবিদ বলেছে কোথাও এই দুই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রের নাম আমাদের এন্ট্রি খাতায় পাওয়া যায় নি!

চারিদিকে গুঞ্জন শুরু হলো এর মাঝে একটা মিহি স্বর শোনা গেল এরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট মিউচুয়ালিটি আছে লিভ টুগেদার আছে কনডমের ফ্রী সাপ্লাই তো আছেই তো এদের ব্রোথেলের কি দরকার?

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213827
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : বড়ই অবাক হলাম আপনার এই ধরনের পোষ্ট দেখে।
টুডে ব্লগ কি শেষ পর্যন্ত সেমি-পর্নসাইটে রুপান্তর হতে যাচ্ছে!!!?
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৩
162118
ডাঃ নোমান লিখেছেন : ভাই আপনি কি ভিতরে পড়ে দেখেছেন ?
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
162126
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : জ্বী ভাই, আমি না পড়ে মন্তব্য করিনা।
ছবিটা সরিয়ে ফেলার জন্য ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১২
162134
ডাঃ নোমান লিখেছেন : হুম এটা অবশ্য বুঝতে পেরেছিলাম । ওটা স্পষ্ট করে বললে অনেক ভালো হত । অনেক ধন্যবাদ
213843
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
egypt12 লিখেছেন : ঠিকই নিজেরাই নিজেদের অভাব পূরণে সক্ষম তাই এদের ব্রোথেলের দরকার নেই Winking)
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
162125
ডাঃ নোমান লিখেছেন : আগামীর দিনটা কেমন হবে ভাবতেই শিউরে উঠছি ভাই । আল্লাহ আমাদের হেফাজত করুক ।
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
162129
egypt12 লিখেছেন : কেন এই শিহরণ :Thinking
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
162135
ডাঃ নোমান লিখেছেন : ধীরে ধীরে সিঙ্গাপুর না হয়ে সুইডেনের দিকে ধাবিত হচ্ছি যে !
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৪
162139
egypt12 লিখেছেন : না সৌদি আরব বানাচ্ছে নাকি phbbbbt
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩০
162144
ডাঃ নোমান লিখেছেন : ই দিক দিয়ে সৌদি অনেক টাইট !যদিও তাদের শাসকরা আমার চার চোখের বিষ (সানগ্লাসের দুই চোখ যোগ করে )
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
162149
egypt12 লিখেছেন : Tongue Tongue Tongue
213846
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
হতভাগা লিখেছেন : ভাইজান দেখি সেই ২০৫০ সালে ব্রোথেলের সমস্যা নিয়ে ভীষণ পেরেশানিত !!

আপনার মত দূরদর্শী লোকের বড়ই অভাব আমাদের দেশে ।

Keep it up , Bro.
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৫
162136
ডাঃ নোমান লিখেছেন : ব্রোথেল সমস্যার চেয়ে ব্রোথেল কেন ঊঠে গেল এটাই যে আমাদের সামাজিক দেউলিয়াত্বের আর মূল্যবোধের অবক্ষয়ের চুড়ান্ত রূপ প্রকাশ করছে তা ভেবেই পেরেশানিতে আছি ব্রাদার ।
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
162138
ডাঃ নোমান লিখেছেন : নইলে ব্রোথেল দুনিয়া থেকে উঠে যাক এটা বোধ আমার চেয়ে কেউ বেশী চায় না । অশ্লীল সিনেমা চালানো হলগুলো এখন আর চলে না এটা দেখে অনেকে আশাবাদী হন আমি নিরাশাবাদী লোক দিব্যচোখে ল্যাপটপ বা সিডিতে তার চেয়ে বেশী অশ্লীলতায় মেতে ঊঠাটাই চোখে পড়ে !
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
162159
হতভাগা লিখেছেন : মানুষের মনে তো অনেক কুমন্ত্রনাই আসে । সমস্যা হয় তখন যখন সেগুলো প্রকাশ হয়ে পড়ে ।
213876
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ঠিকই নিজেরাই নিজেদের অভাব পূরণে সক্ষম তাই এদের ব্রোথেলের দরকার নেই।


একটি কপিপেষ্ট মন্তব্য।
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৮
162835
ডাঃ নোমান লিখেছেন : কপিপেস্ট জবাব খুঁজছি! পাচ্ছি না।
213894
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মানব সমাজে একটা অনৈতিক ও অবনতিশীল অসামাজিক অবস্থার ইলাস্ট্রেট করতে গিয়ে ডাক্তার সাহেব তো দেখছি মহা গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন। এই হিডেন জগতের আকাম কুকামগুলো প্রকাশ্য সাহিত্যিক রসখস দিয়ে ইলাস্টেড করে রুগির চিকিৎসা করবেন নাকি নিজেই রুগি বনে যাওয়ার চিন্তা করছেন কিছুই বুঝতেছি না।
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫০
162838
ডাঃ নোমান লিখেছেন : বুঝার চেষ্টা করুন অবিরাম। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File