মঙ্গল প্রদীপ শোভাযাত্রা : স্রষ্টাকে সৃষ্টির চ্যালেঞ্জ

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:৪৩:৫৯ সকাল

মংগল শোভাযাত্রা। উদ্দেশ্য : দেশের মংগল বয়ে আনা।

মোমবাতি প্রজ্বলন। উদ্দেশ্য : অশুভকে বিদায় দেয়া।

মঙ্গল প্রদীপ। উদ্দেশ্য :অনুষ্ঠানের শুভ সূচনা।

যারা এগুলোকে আধুনিকতা বলে মনে করে তাদের উদ্দেশ্যে বলছি। এগুলো আসলে আরো অনেক পিছনে ফিরে যাওয়া। সুর্য পুজারী আলো পুজারীদের যুগে। যারা সূর্যকে অতি শক্তিশালী দেবতা জ্ঞান করত। আমরা সেই সূর্যের স্রষ্টা কে চিনি তাহলে আমরা কেন আমাদের মত এক সৃষ্টির পুজা করতে যাব? আসলেই কি আমরা জ্ঞাতসারে পুজা করছি নাকি এগুলো আমাদের কাছে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হচ্ছে বলে আমরা অনুসরণ করছি? সত্যি করে বলেন তো অনৈসলামিক কৃষ্টি কালচার অনুসরণ করার আদৌ কি প্রয়োজন আছে যেখানে আপনি এক পরিপূর্ণ দ্বীনের অনুসারী। সত্য কে মিথ্যা থেকে দুরে রাখাই নিরাপদ যেমন দুধ কে বিষ থেকে। আপনি যদি দুধের বোতল সবসময়ে বিষের বোতলের কাছে রাখেন তবে ভ্রম হওয়া স্বাভাবিক। যে গরু সবসময় ক্ষেতের কিনার দিয়ে ঘুরে সে যে কোন সময় ক্ষেতের আবাদী ফসল এ মুখ দিতে পারে। এতক্ষন যা বলার চেষ্টা করলাম তা হচ্ছে অতি কনফিডেন্স সহকারে আল্লাহর সীমারেখার শেষ সীমায় যাওয়ার দরকার নেই। আমি তো সূর্যের পুজা করছি না এসব আনুষ্ঠানিকতা মাত্র আমি জানি কিন্তু সাথে এটাও জানি বিভ্রান্ত হলে আপনি হবেন যারা মংগল প্রদীপ শোভাযাত্রা থেকে দুরে থাকে তাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুবি কম। ফারাও দের যুগে ফিরে গিয়ে আপনারা আধুনিক হতে চাইলে আমার কিছুই বলার নেই শুধু আফসোস করা ছাড়া। অথচ আল্লাহ দুই সময়ে আমাদের ইবাদত সালাতকে নিষিদ্ধ করেছেন সুর্যোদয় ও সুর্যাস্তের সময় কারন এসময় অগ্নিপুজারক সুর্যপুজারকরা পুজা করে তাদের সাথে সযতনে আমাদেরকে পৃথক করে রেখেছেন। আর আমরা তাদের অন্যন্য অনুষঙ্গ গুলো পালন করে সেই মহান স্রষ্টাকেই চ্যালেঞ্জ করছি না তো?

বিষয়: বিবিধ

১৫০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213358
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
egypt12 লিখেছেন : এগুলো স্পষ্ট কুসংস্কার...কুসংস্কার অজ্ঞতা দিয়ে এগিয়ে যাওয়া যায় না বরং পিছিয়ে পড়তে হয়...তাই বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা পেছনে যাবার প্রতিযোগিতায় লিপ্ত
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
161529
ডাঃ নোমান লিখেছেন : অতীতের আগাছার মাঝে খুঁজে ফিরছি ভবিষ্যতের মুক্তি।
213367
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৩
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কিন্তু সবাই জানে সূর্য অস্তে যাওয়ার পর আপনার আল্লার আরসের নিচে যেয়ে সেজদা করতে থাকে, পরদিন সকালে অনুমতি পেলে আবার পূর্বদিকে শয়তানের দুই শিং এর মাঝখান দিয়ে উদয় হয়। সহিহ হাদীস নামায় এটি বলা আছে। ঠিক কিনা?
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৯
161542
egypt12 লিখেছেন : না এটা পুরোটাই মিথ্যা...আপনার ভুল ধারনা ভাঙ্গতে আপনাকে পড়ে দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৯
161550
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : The Prophet (peace be upon him) said to me: “O Abû Dharr! Do you know where the Sun goes when it sets?”

I said: “Allah and His Messenger know best.”

He said: “It goes until it prostrates beneath the Throne. Then it seeks permission and permission is granted to it. Soon it will prostrate and it will not be accepted from it, and seek permission and will not be granted permission. It will be said to it: ‘Go back where you came from.’ Then it will rise from its setting place. This is Allah’s statement: ‘And the Sun runs on to its place of settlement. That is the determination of the Mighty the Knowing. [Sûrah YâSîn: 38]’.” [Sahîh al-Bukhârî (3199, 7424)]
213445
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৯
পুস্পিতা লিখেছেন : আমাদের দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের মতে বাঙ্গালী কালচার মানে হিন্দুয়ানী কালচার। তাই তারা হিন্দুদের ধর্মীয় বিভিন্ন কালচার বাঙ্গালী কালচারের নামে চালিয়ে দিচ্ছে আর ভোগবাদী শহুরে জীবন তা সহজে গ্রহণ কর নিচ্ছে।
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১০
161642
ডাঃ নোমান লিখেছেন : কারন এদের কাছে ভোগই সার্বজনীন।
213579
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : egypt12 লিখেছেন : এগুলো স্পষ্ট কুসংস্কার...কুসংস্কার অজ্ঞতা দিয়ে এগিয়ে যাওয়া যায় না বরং পিছিয়ে পড়তে হয়...তাই বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা পেছনে যাবার প্রতিযোগিতায় লিপ্ত
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২১
161859
ডাঃ নোমান লিখেছেন : ডাঃনোমানলিখেছেন : অতীতের আগাছার মাঝে খুঁজে ফিরছি ভবিষ্যতের মুক্তি।
233894
১১ জুন ২০১৪ রাত ০৮:২২
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File