বেওয়ারিশ সন্তানের জন্য কান্না!
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২২ এপ্রিল, ২০১৪, ০৭:৫৫:২৮ সন্ধ্যা
ভুপেন এর কথা আজ খুব মনে পড়ছে। আমার সাক্ষাত জ্ঞাতি ভাই ভুপেন। রবীন্দ্র সাময়িক লোক হলে আজ রবি বাবুকে হাত পা ধরে অনুরোধ করতাম আমার জন্য একটা কবিতা লেখার জন্য। শিরোনাম দুই বিঘে জমি নয় দুই লাইনের স্ট্যাটাস বা দুই লাইনের ব্লগ। আমার সহ ফেসবুকাররা বা ব্লগাররা না বুঝলেও তিনি আমার কষ্ট ঠিকই বুঝতেন। একটা লেখা একজন লেখকের কাছে সন্তানতুল্য। সেই লেখা যদি একজন কপিপেস্ট করে তাহলে এমনিতেই কান্না চলে আসে। সন্তানের বেওয়ারিশ হওয়ার কান্না। এ নীরব কান্নার মুল্য লেখক মাত্রই বুঝেন। তারপর যদি উল্টো কোন পাঠক এসে লেখকে বলে ভাই আপনি কপি পেস্ট করেছেন তখন মাননীয় স্পিকার না হয়ে আমি সৈয়দ মুজতবা হয়ে যাই ঐ যে ইনহাস্ত ওয়াতানাম গল্পে লিখেছিলেন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। কি অদ্ভুতুরে ভয়ানক বাক্য। আজ খুব কষ্ট হচ্ছে ঠিক সেদিনের মত যেদিন সোনার বাংলা ব্লগ ব্যান করা হয় আর আমার দুইশত লেখা হারিয়ে যায় যখন একজন চ্যাটিং এ বলল আপনার স্ট্যাটাসে কপিপেস্ট এর গন্ধ আছে।অথচ একজন সমঝদার পাঠক মাত্রই বুঝতে পারেন কোনটা মৌলিক আর কোনটা কপি পেস্ট। একটা অপশনই যথেষ্ট টাইমিং দেখুন কারটা আগে দেয়া। আর কপি পেস্ট কারীদের জন্য বলব ভাই আগে বলতাম নো কপিপেস্ট আর এখন বলছি দয়া করে কার্টেছি দিবেন তাতেও আপত্তি থাকলে শুধু বলবেন কপি পেস্ট। মুল লেখককে অপবাদের হাত থেকে বাঁচান। নইলে ভুপেনের আহাজারীতে দগ্ধ হবেন আপনারাও ......
আমি কহিলাম, 'শুধু দুটি লাইন স্ট্যাটাস আর ব্লগ লিখি মহাশয়!'
বাবু কহে হেসে, 'বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়!'
আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোরে ঘটে -
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো আপনার কথাটা
মন্তব্য করতে লগইন করুন