নষ্ট হব, হবে?
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২১ এপ্রিল, ২০১৪, ০২:৫০:৫৬ দুপুর
আর হব না শুদ্ধ আমি,
চাই নে কেহ শুদ্ধ হোক;
শুদ্ধ হবার সকল দুয়ার
একে একে রুদ্ধ হোক!
নষ্টসাগর উঠুক ফুঁসে,
কাঠফাটা হোক শুদ্ধ নদ;
চায়ের কাপটি করুক দখল
নাম-না-জানা নষ্ট মদ!
নষ্ট জীবন, নষ্ট আগুন,
শুদ্ধসাধু সিদ্ধ হোক;
নষ্ট ধনুক, নষ্ট তীর,
সাধ্বীরা সব বিদ্ধ হোক!
নষ্ট হোক গান-কবিতা,
নষ্ট হোক শুদ্ধ ঠোঁট;
চুমুর বদল শরাব খাব,
মাতাল-মাতাল ঐক্যজোট!
কষ্ট দেব, কষ্ট নেব,
একপৃথিবী কষ্ট হব;
সাধুসকল সরে দাঁড়াও,
এবার আমি নষ্ট হব!
অবাকপ্রেমের মিলবে দেখা
নষ্ট হলেই তবে!
একপৃথিবী, এক আহ্বান
নষ্ট হব, হবে?
আখতারুজ্জামান আজাদ
বিষয়: সাহিত্য
১৩৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন