কনডম বিভ্রাট !
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২০ এপ্রিল, ২০১৪, ০৪:৩০:১৩ বিকাল
মেডিকেল হোস্টেলের বাইরের বাউন্ডারি। এলাকাটি পুরান চাকঘর নামে পরিচিত। বাউন্ডারির দেয়ালে প্রথিতযশা একজন চিত্রকরের চিত্রশিল্প স্থান পেয়েছে। চিত্রকরের নাম না বললেও অংকিত চিত্রটির নাম বলি। একটু লক্ষ্য করলেই বোঝা যায়। কনডমের! বিশাল আকারের কনডম। প্যাকেটজাত না খোলা। পাশে ছোট করে লেখা বাঁচতে হলে জানতে হবে।
বিজ্ঞাপনচিত্রটি সবার পরিচিত তবে এই ছবির ধারনাটি নতুন। আগে দুজন ছেলে মেয়েকে মুখোমুখি দাঁড় করিয়ে লাল ক্রস দেওয়া থাকত। এখন বিবর্তন প্রক্রিয়ায় সব এগিয়ে যাচ্ছে। আগের বিজ্ঞাপনে বোঝানো হত অবৈধ মিলন না এখন অবৈধ মিলনে নো আপত্তি তবে প্লিজ কনডমের কথা ভুলবেন না। অনেক খোলামেলা হয়ে যাচ্ছে লেখাটি হয়ত বা দৃষ্টিকটু। তবুও বলছি এখানে আপনাকে জীবানুর মাঝে নাক ডুবায়ে বলা হচ্ছে মাস্ক পড়ুন! অথচ এই কনডমের ধারনাটি প্রয়োজন মাত্র দশ শতাংশের মত বিকৃত রুচির অধীকারী মানুষের জন্য। যারা সমাজ স্বীকৃত উপায়ে নিজের রিপু দমন করে না। বাকি নব্বই শতাংশ লোকের জন্য শুধু ধর্মীয় মূল্যবোধের জাগরনই পারে এইডসকে রুখতে। এই নব্বই শতাংশ লোকের কথা মনে রেখে এইডস প্রতিরোধে প্রথম শ্লোগান হওয়া উচিত ছিল
মেনে চললে ধর্মীয় মুল্যবোধ
এইডস হবে প্রতিরোধ!
কিন্তু কোন এক অজ্ঞাত কারনে দশ শতাংশকে বড় করে কনডম ই এখানে প্রথম স্থান দখল করে আছে। আর যেখানে সেখানে শোভা পাচ্ছে এক দেয়াল সমান বড় কনডমের ছবি।
বিষয়: বিবিধ
১৭৪৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেনে চললে ধর্মীয় মুল্যবোধ
এইডস হবে প্রতিরোধ! এর বিকল্প দেখিনা।
মেনে চললে ধর্মীয় মুল্যবোধ
এইডস হবে প্রতিরোধ! এর বিকল্প দেখিনা।
সত্যিই এর বিকল্প দেখিনা...রব আমাদের হেফাজত করুন...আমীন...
খালি প্যাচাল করেন, কনডম কে খারাপ ভাইবলেন কোন আক্কেলে। এই দেখেন, চোখ মেলিয়া দেখেন, তাহির পুরে আওয়ামীলীগ এমপি আবদুল মান্নান বাজারের বেলুনের দাম বাইড়া যাওয়াতে, কনডম আনিয়া গোল্ড কাপ উদ্ধোধন কইরাছে। কনডম না থাকিলে কি এই কাজ করা যাইত?
তবে কইতাম পারিনা গোল্ডকাপটি তামা দিয়া বানাইছিল কিনা।
বাংলাদেশে এইডস রোগে যত মানুষ মারা যায় বা আক্রান্ত তার চেয়ে বেশি মানুষ মারা যায় কলেরা বা পুষ্টি হিনতায়। এইডস রোগির থেকে হেপাটাইটিস ভাইরাসে আক্রন্ত বেশি। কিন্তু এইডস বিরোধি প্রচারের নামে কনডম এর বিজ্ঞাপন টাই আসল উদ্দেশ্য।
ভালো বলেছেন।
মুল্যবোধ
এইডস
হবে প্রতিরোধ!
তবে বাঘার বলে ও ধস নামে।
এরা ব্যাবসা করবে নাকি ধর্মীয় মূল্যবোধ চিন্তা করবে।
এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসণ মেনে চলুন।
এখন বলা হয়- কনডম ব্যবহার করুন।
কোন পথে দেশ?
মন্তব্য করতে লগইন করুন