কনডম বিভ্রাট !

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২০ এপ্রিল, ২০১৪, ০৪:৩০:১৩ বিকাল

মেডিকেল হোস্টেলের বাইরের বাউন্ডারি। এলাকাটি পুরান চাকঘর নামে পরিচিত। বাউন্ডারির দেয়ালে প্রথিতযশা একজন চিত্রকরের চিত্রশিল্প স্থান পেয়েছে। চিত্রকরের নাম না বললেও অংকিত চিত্রটির নাম বলি। একটু লক্ষ্য করলেই বোঝা যায়। কনডমের! বিশাল আকারের কনডম। প্যাকেটজাত না খোলা। পাশে ছোট করে লেখা বাঁচতে হলে জানতে হবে।

বিজ্ঞাপনচিত্রটি সবার পরিচিত তবে এই ছবির ধারনাটি নতুন। আগে দুজন ছেলে মেয়েকে মুখোমুখি দাঁড় করিয়ে লাল ক্রস দেওয়া থাকত। এখন বিবর্তন প্রক্রিয়ায় সব এগিয়ে যাচ্ছে। আগের বিজ্ঞাপনে বোঝানো হত অবৈধ মিলন না এখন অবৈধ মিলনে নো আপত্তি তবে প্লিজ কনডমের কথা ভুলবেন না। অনেক খোলামেলা হয়ে যাচ্ছে লেখাটি হয়ত বা দৃষ্টিকটু। তবুও বলছি এখানে আপনাকে জীবানুর মাঝে নাক ডুবায়ে বলা হচ্ছে মাস্ক পড়ুন! অথচ এই কনডমের ধারনাটি প্রয়োজন মাত্র দশ শতাংশের মত বিকৃত রুচির অধীকারী মানুষের জন্য। যারা সমাজ স্বীকৃত উপায়ে নিজের রিপু দমন করে না। বাকি নব্বই শতাংশ লোকের জন্য শুধু ধর্মীয় মূল্যবোধের জাগরনই পারে এইডসকে রুখতে। এই নব্বই শতাংশ লোকের কথা মনে রেখে এইডস প্রতিরোধে প্রথম শ্লোগান হওয়া উচিত ছিল

মেনে চললে ধর্মীয় মুল্যবোধ

এইডস হবে প্রতিরোধ!

কিন্তু কোন এক অজ্ঞাত কারনে দশ শতাংশকে বড় করে কনডম ই এখানে প্রথম স্থান দখল করে আছে। আর যেখানে সেখানে শোভা পাচ্ছে এক দেয়াল সমান বড় কনডমের ছবি।

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210718
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৮
সিটিজি৪বিডি লিখেছেন : বিবাহ ছাড়া মিলন যে অবৈধ তারা কি জানে না? আসলে বিজ্ঞাপন যারা বানায় তাদের বেশীর ভাগই নাস্তিক টাইপেরে লোক।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩০
159163
ডাঃ নোমান লিখেছেন : এগুলো সব হয়ত নয় তবে অনেকগুলোই পরিকল্পিত।
210723
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৭
শুভ্র আহমেদ লিখেছেন :
মেনে চললে ধর্মীয় মুল্যবোধ
এইডস হবে প্রতিরোধ!
এর বিকল্প দেখিনা।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩১
159164
ডাঃ নোমান লিখেছেন : সামগ্রিক অর্থে এর বিকল্প নাই।
210745
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫২
প্রবাসী আশরাফ লিখেছেন : শুভ্র আহমেদ লিখেছেন :
মেনে চললে ধর্মীয় মুল্যবোধ
এইডস হবে প্রতিরোধ! এর বিকল্প দেখিনা।

সত্যিই এর বিকল্প দেখিনা...রব আমাদের হেফাজত করুন...আমীন... Praying
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
159182
ডাঃ নোমান লিখেছেন : ছুম্মা আমিন।
210748
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৬
বেআক্কেল লিখেছেন :


খালি প্যাচাল করেন, কনডম কে খারাপ ভাইবলেন কোন আক্কেলে। এই দেখেন, চোখ মেলিয়া দেখেন, তাহির পুরে আওয়ামীলীগ এমপি আবদুল মান্নান বাজারের বেলুনের দাম বাইড়া যাওয়াতে, কনডম আনিয়া গোল্ড কাপ উদ্ধোধন কইরাছে। কনডম না থাকিলে কি এই কাজ করা যাইত?

তবে কইতাম পারিনা গোল্ডকাপটি তামা দিয়া বানাইছিল কিনা।
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
159183
ডাঃ নোমান লিখেছেন : তামা না রাবার দিয়ে বানাইছিল ভাই।
210799
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কনডম মানেই একটি বিরাট ব্যবসা।
বাংলাদেশে এইডস রোগে যত মানুষ মারা যায় বা আক্রান্ত তার চেয়ে বেশি মানুষ মারা যায় কলেরা বা পুষ্টি হিনতায়। এইডস রোগির থেকে হেপাটাইটিস ভাইরাসে আক্রন্ত বেশি। কিন্তু এইডস বিরোধি প্রচারের নামে কনডম এর বিজ্ঞাপন টাই আসল উদ্দেশ্য।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৬
159304
ডাঃ নোমান লিখেছেন : এইডস বিরোধি প্রচারের নামে কনডম এর বিজ্ঞাপন টাই আসল উদ্দেশ্য।
ভালো বলেছেন।
210806
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো বলেছেন। এই মূল্যবোধ যা জাগ্রত করিবে সেটাই থেকে তো আমরা যোজন যোজন দুরে রহিয়াছি।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৬
159305
ডাঃ নোমান লিখেছেন : হুম।
210830
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
তরিকুল হাসান লিখেছেন : মেনে চললে ধর্মীয়
মুল্যবোধ
এইডস
হবে প্রতিরোধ!
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৭
159306
ডাঃ নোমান লিখেছেন : এটাই মুল কথা ছিল তরিকুল ভাই।
210836
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : আর কিছীদিন পর তা ব্যবহার পদ্ধতিও সচিত্র দেখানো হবে৷ কারন মূর্খদের চাইতে ডিজিটালরা বেশী বোকা না বুঝে অন্যকিছু করে ফেেলতে পারে৷ ছিঃ৷
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৮
159307
ডাঃ নোমান লিখেছেন : আপনার কমেন্টে দিব্যচোখে বাস্তবতা দেখতে পারছি প্রিয় ভাই।
210846
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Tongue Tongue Tongue Tongue ঘটনা কি সত্যি নাকি।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৯
159308
ডাঃ নোমান লিখেছেন : 100% এর উপর বোধ হয় পার্সেন্টেজ যায় না।
১০
210858
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
আহ জীবন লিখেছেন : ভাই আপ্নের কথা হুনলে বেবসা লাটে উঠবো।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪১
159309
ডাঃ নোমান লিখেছেন : ব্যবসা সব জায়গায় চলে না ভাই।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৭
159316
আহ জীবন লিখেছেন : জানিরে ভাই। ওরা ধর্মের কথা কখনই শুনবেনা।

১১
210871
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪২
159310
ডাঃ নোমান লিখেছেন : আপনাকেও অনেক onek ধন্যবা দ।
১২
210886
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
আমীর আজম লিখেছেন : সহমত।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৮
159357
ডাঃ নোমান লিখেছেন : ধন্যবাদ আমীর আজম
১৩
210906
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৬
মাটিরলাঠি লিখেছেন : সচেতনতা নয়, ব্যবসাই উদ্দেশ্য।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
159358
ডাঃ নোমান লিখেছেন : এটাই বলছি মাটির লাঠি ভাই। এরা পুঁজিবাদ ছাড়া কিছুই বুঝে না।
১৪
210928
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
খালেদ সাইফুল্লাহ লিখেছেন : নাহ, লেখক এখনো এনালগ, ডিজিটাল হবার পারে নাই । আরে ভাই একটু ডিজিটাল হওয়ার চেষ্টা করেন, নইলে কিন্তু ইতিহাসের মামলায় ফাসাইয়া দিমু ।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:২৮
159350
নাবীল লিখেছেন : এতো সহজ না ভাই, কারো থেকে কারো শক্তি কিন্তু কম না।
তবে বাঘার বলে ও ধস নামে।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪১
159360
ডাঃ নোমান লিখেছেন : ধন্যবাদ খালিদ ও প্রিয় নাবীল ভাই।
১৫
210932
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:২৬
নাবীল লিখেছেন : চোরে শুনেনা ধর্মের কাহিনী।
এরা ব্যাবসা করবে নাকি ধর্মীয় মূল্যবোধ চিন্তা করবে।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৩
159363
ডাঃ নোমান লিখেছেন : আসলে প্রবাদটি হবে ব্যবসায়ী না শোনে মানবতার কাহিনী!
১৬
210991
২১ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৮
ইবনে হাসেম লিখেছেন : এটাও ভাই মুক্তিযুদ্ধের চেতনা থেকে উৎসারিত নয় তো?
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
159514
ডাঃ নোমান লিখেছেন : চিন্তায় ফেলে দিলেন ইবনে হাশেম ভাই। শাহরিয়ার কবির বা বারাকাত সাবকে গবেষণা করতে বলতে হবে দেখছি!
১৭
211084
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
শের খান লিখেছেন : ধর্মীয় মূল্যবোধ যদি মেনে চলি তাহলে এই পৃথিবীর সব অবৈধ কাজ থেকে বিরত থাকা যায়।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
159517
ডাঃ নোমান লিখেছেন : অতি সত্য কথা ভাই।
১৮
211092
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
প্রেসিডেন্ট লিখেছেন : আগে শ্লোগান এমনই ছিল-
এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসণ মেনে চলুন।

এখন বলা হয়- কনডম ব্যবহার করুন।

কোন পথে দেশ?
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
159593
শের খান লিখেছেন : নিঃসন্দেহে দেশ রসাতলে যাচ্ছে....।
১৯
211220
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
ডাঃ নোমান লিখেছেন : সুইডেনের পথে প্রেসিডেন্ট সাব!
২০
211624
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১২
দ্য স্লেভ লিখেছেন : এই কনডমের ধারনাটি প্রয়োজন মাত্র দশ শতাংশের মত বিকৃত রুচির অধীকারী মানুষের জন্য। যারা সমাজ স্বীকৃত উপায়ে নিজের রিপু দমন করে না। বাকি নব্বই শতাংশ লোকের জন্য শুধু ধর্মীয় মূল্যবোধের জাগরনই পারে এইডসকে রুখতে। এই নব্বই শতাংশ লোকের কথা মনে রেখে এইডস প্রতিরোধে প্রথম শ্লোগান হওয়া উচিত ছিল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File