স্রষ্টা মহান
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১২ এপ্রিল, ২০১৪, ১২:৩৬:৫৮ রাত
সবুজ কচি ধানের ক্ষেত যখন উম্মাতাল হয় দখিনা বাতাসের ঝাপটায় একদল সারিবদ্ধ সাদাবক যখন নীল আকাশে পাখা মেলে দুর দিগন্তে হারিয়ে যায় স্বচ্ছ পানির দুধাল ঝর্না যখন খেলতে খেলতে নেমে আসে পাহাড়ের বুক চিরে সুর্যের আলোকচ্ছটায় চিক চিক করা বালুচরে যখন খেলা করে রহস্যের মায়াজাল আকাশ পানে তোলা দুই পবিত্র হাতের অধিকারী ব্যক্তির সাদা আইরিশ যখন প্লাবিত হয় অশ্রুর প্লাবনে তখন মনে পড়ে খুব নিকটে হৃদয়ের সন্নিকটে থাকা ভালোবাসার মোড়কে মুড়িয়ে রাখা স্রষ্টা কত না মহান।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন