গাধা জনগনের রমজান ভাবনা

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৬ জুলাই, ২০১৩, ০২:৩০:১৫ দুপুর

এক মন্ত্রীর সাথে ব্যবসায়ী সমিতির নেতার কথা হচ্ছে

নেতাঃ স্যার সামনে রমজান মাস জিনিষ্পত্রের দাম ৫ শতাংশ না বাড়ালেই নয় ।

মন্ত্রীঃ (একটু চিন্তা করে ) এ আর এমন কি

নেতাঃ তাহলে স্যার এটাই ফাইনাল

মন্ত্রীঃ না না এক কাজ করুন ২০ শতাংশ বাড়িয়ে দিন

নেতাঃ চোখ চকচক করে বলল মারহাবা

মন্ত্রীঃ যানি খুশি তো

ব্যবসায়ীঃ তা আর বলতে স্যার

মন্ত্রীর লাভঃ ব্যবসায়ীদের চাদার পরিমান দ্বিগুন হল

দিন কয়েক পর

হায় হায় করতে ছুটে আসল ছুটে আসল ভুখা জনগনের দল মন্তীর বাড়ি সরগরম । শোনা যাচ্ছে মন্ত্রী ব্যবসায়ীদের উপর বেজায় খেপা এত দাম বাড়িয়ে জনগনকে কষ্ট দেওয়ার শাস্তি তাদের পেতেই হবে !

অবশেষে মন্ত্রী আসলেন বেজায় রাগ হয়ে

জনগনঃ স্যার আমাদের বাঁচান আমরা না খেয়ে মরে যাচ্ছি

মন্ত্রীঃ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আজ আপনাদের কষ্ট দেখে আমার চোখে জল এসে গেছে ! কৈ আমার রুমাল কৈ ? যান আমি ঘোষনা দিলাম ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ খাদ্যদ্রব্যের দাম কমিয়ে দিলাম । যারা আমার কথা শুনবে না সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্তা নিব ।

জনগনঃ মন্ত্রী দীর্ঘজীবি হোন

মন্ত্রীর লাভঃ ভোট কনফার্ম !

সামনে রমজানকে রেখে ঠিক এই পরিস্থিতি দেখলাম কাল বাজারে সব কিছুর দাম হঠাত করে বেড়ে গেছে অনেক কয়েকদিন পর আসবে মন্তীর দল কিছু দাম কমানোর ঘোষনা দিবে আর আমরা গাধা জনগন বলব মন্ত্রী দীর্ঘজীবি হোন

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File