বিডিটুডের ব্লগারদের উদ্যোগে পথ শিশুদের মাঝে ফল বিতরন (একটি প্রস্তাবনা)

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৭ জুন, ২০১৩, ০৯:৩৮:৩২ রাত



শ্রদ্ধেয় সন্মানিত সহ-ব্লগার গণ,

শুভেচ্ছা রইল। হঠাৎ কয়েকদিন ধরে ফেইসবুকে কয়েকটি ইভেন্ট দেখে আমার খুব দৃষ্টি আকর্ষণ করল (পথ শিশুদের নিয়ে আম উৎসব), মানে হচ্ছে একদিন ধনী-গরীব কোন ধরনের ভেদাভেদ না রেখে হইহুল্লা করে পথের দ্বারে অবহেলিত ও সুবিধাবঞ্ছিত শিশুদের নিয়ে আম খাওয়া ও তাদের মুখে এক জলক হাঁসি ফুটানো, আমরা জানি “জীবে দয়া করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর” অনেকেই অনেক ভাবেই ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ফলের মৌসুমে নানান ফলের উৎসব নিয়ে ও আয়োজন নিয়ে। এমন স্ট্যাটাস ও দেখতে চাই পথ শিশু বা এতিমদের নিয়ে ফল খেলাম।

আমার অনুভূতি ও দুঃখটা একটু ভিন্ন দৃষ্টিতে ভাবলাম, আমরা কত না কত কিছুই খাই প্রতিদিন, যদি এই খাওয়া গুলো পথ শিশুদের সাথে শেয়ার করতে পারতাম, হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু বাস্তবতার খাতিরে আমাদের সব সময় সব কিছু নানান কারনে হয়ে উঠে না, কিন্তু আমরা যদি চাই যে কোন ফলের মৌসুমে বছরে ২-১ বার বিশেষ করে ফলের মৌসুমে ওদের (পথ শিশু) নিয়ে আম,কাঁঠাল,লিচু উৎসব করা যায়।

পরিকল্পনাঃ

প্রথমেই একটি এলাকা নির্বাচন করতে হবে ঢাকা অথবা ঢাকার আশে পাশে অথবা প্রত্যয়ান্ত গ্রাম অঞ্চলে। যেখানে পথ শিশুদের আনা গোনা আছে বেশ, অথবা কোন এতিম খানা, অথবা কোন গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে। এই ব্যাপারে সহ-ব্লগারদের এগিয়ে আসা ও মন্তব্য এবং পরামর্শ জরুরী।

কি কি লাগবেঃ

• কয়েকজন ব্লগার আপন মনে ও খুশিতে (স্বেচ্ছাসেবী শ্রম দিবে)।

• যেহেতু একদিনের আয়োজন সো ঢাকার বাহিরে যেতে হলে যেতে হবে।

• স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কিভাবে উদ্যোগ নেওয়া যায়ঃ

• প্রথমেই বিডিটুডে ব্লগের সকল সন্মানিত সহ-ব্লগারদের আলোচনা ও মতামত ও পরামর্শ এবং সেই সাপেক্ষে (প্রস্তাবনা)

• কেও আম দিয়ে

• কেও কাঁঠাল দিয়ে

• কেও লিচু দিয়ে

• কেও টাকা দিয়ে

• রাজশাহী ও দিনাজপুর এলাকার সহ-ব্লগার থাকলে আম/লিচু পাঠানোর ব্যবস্থা।

• কেও রিক্সা/ব্যান এর খরচ দিয়ে।

ইতিমধ্যে ব্লগে নানান মানবিক ও ভালো ভালো আয়োজন সফলতার সহিত সম্পূর্ণ হয়েছে, সেই সাপেক্ষে মনে হয় এমন একটি উদ্যোগ নিলে সেটাও সুন্দর ভাবে সফল হবে। তবে সবার চেষ্টা ও অনুপ্রেরণা হচ্ছে অনেক বড় ব্যাপার।

প্রবাসী ব্লগারদের শ্রদ্ধা রেখেই বলতে চাই আপনারা ব্লগের যে কোন আয়োজনে সব সময় পাশাপাশি থেকেছেন এমনকি মানবিক উদ্যোগ গুলোতে সব সময়ই মেধা ও টাকা পয়সা দিয়ে নানান ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশে যে সকল ব্লগারগণ উদ্যোগ গুলো নিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন তারাও শ্রম,মেধা ও পরিকল্পনা দিয়ে কাজ গুলো সুন্দর ভাবে করে যাচ্ছেন বলেই এই কাজ গুলোর সফলতা আসছে। সেই দিক প্রথমেই বিডিটুডে ব্লগকে ধন্যবাদ এমন সুন্দর একটি প্লাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য এবং অন্য দিক দিয়ে আমি আনন্দিত ও গর্বিত এমন একটি প্ল্যাটফর্মে আপনাদের সাথে সহ-ব্লগার হয়ে থাকতে পেরে। নতুন ব্লগ হলেও আমরা চাই সমাজের পাশে গিয়ে দাড়াতে অবহেলিত পথশিশুদের আপন করে নিতে ।

** সবার আগে চাই সকল (দেশী-বিদেশী ও ঢাকা সহ নানান বিভাগীয়/জেলা/উপজেলা শহরের) সন্মানিত সহ-ব্লগারদের মতামত ও পরামর্শ। তারপর সামনে এগোনো যাবে। কিভাবে কাজ করা যায়, কিভাবে টাকা/ফল সংগ্রহ করা যায়, কই থেকে ফল সংগ্রহ করা যায়, উদ্যোগটির সাথে একমত কিনা, আপনার ভূমিকা কিভাবে রাখতে চান, একটু প্রচার ও প্রচারণার ও দরকার আছে বলে মনে করেন কিনা, সময় অল্প নাকি বেশি নেওয়া উচিৎ হবে, মৌসুম শেষ হয়ে যায় কিনা, এইবার থেকেই শুরু করা যায় কিনা, তথ্য ও পরামর্শ জরুরী।



## এই ব্যাপারে কেও চাইলে মুঠো ফোন/ইমেইলে/বার্তায় আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিতে পারেন।

ডাঃ নোমান

৮৮০১৭৩৭৩৪৯২৬৪



আইডিয়াঃ ব্লগার আছিব

বিষয়: বিবিধ

২১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File