কষ্টের বীণা !
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১১ জুন, ২০১৩, ০২:৪৩:৫৪ রাত
একেক জনের একেক রকম কষ্ট । এই পৃথিবীতে কষ্টের চাষাবাদ হয় । যে যত পরিশ্রম করে কষ্টগুলোকে আবাদ করে সে তার ফল হিসেবে ততগুন কষ্ট পায় । আর যে এর দিকে ফিরেও তাকায় না অবহেলা করে তার দিকে কষ্ট করুন নয়নে চেয়ে থাকে আর বলে আমায় একটু যায়গা দিবে ভাই তোমার বুকের ভিতর ?
আমার কষ্টগুলো বুকের ভিতর তৈরী করে এক একটি প্রবাহমান নদী কিন্তু যখন শেষ ঠিকানা সাগরকে খুজে পায় না তখন গুমরে মরে একাকী নীরবে নিঃসঙ্গতায় । কেন এমন আমি কাউকে বুঝতে চাই না কারো সাথে কষ্টকে শেয়ার করতে চাই না ! সবাই দেখে কত হাসিখুশি আমাকে যদি কেউ জানত আমার কষ্টের গভীরতা তবে অনেক খুজেও এর তলদেশ খুজে না পেয়ে ফিরে যেত হতাশ হয়ে ! কেন এত আবেগী আমি ? কেন গভীর রাতে চোখ দুটো আসুতে ভরে উঠে কারো সামান্য অবহেলায় কারো সামান্য দূরে ঠেলে দেওয়ায় ?
কেন এত অভিমানী আমি ? কেন কোন কষ্টকে সহজে ভুলতে পারি না আমি তো ভুলে যেতে চাই সব কষ্টকে আমার মাথা থেকে মগজের প্রতিটি নিউরন থেকে মুছে যাক কষ্টের স্মৃতিগুলো তবে যায় না কেন ? কেন কেন কেন ?
কেন মানুষের ভালোবাসার এত কাঙ্গাল আমি কেন চাই সবাই আমাকে ভালোবাসুক আমার মত করে ! আমি কি তাদের ভালোবাসতে পেরেছি তাদেরকে তাদের মনের মত করে ? তবে চাই কেন ?
পৃথিবীটা বড়ই অদ্ভুত যায়গা এখানে কেউ কষ্ট বিক্রী করে আর কেউ হাসীমুখেই তা কিনে নেয় ! কেউ কষ্ট দিয়ে সুখ পায় কেউবা কষ্ট পেয়েও সুখের ভান ধরে !
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন