দুইটি ফেসবুকীয় স্ট্যাটাস !
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৯ জুন, ২০১৩, ০২:১৪:৩৪ দুপুর
১।
প্রসঙ্গঃ মিডিয়া
তুরস্কের পুলিশ যখন এপ্রোন পড়ে সব নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে তখন আমাদের দেশের পত্রিকায় তা স্থান পায় না স্থান পায় ১২ জন আহত হওয়ার পর ব্যাপক সঙ্ঘর্ষ হয়েছে শিরোনামে আবার সেই তারাই আমাদের দেশে পুলিশের গুলিতে ১০০ জন নিহত হয়াকে ব্যাপক সঙ্গর্ষ হয়েছে বলতে নারাজ ! সৌদিতে স্ত্রীকে চড় মারায় স্বামীকে ৩০ বেত্রাঘাত ও জেল এটা শিরোনামে স্থান পায় না কারন তখন ওরা নারী অধিকারকে ইসলামের এগেইনস্টে দাড় করাতে পারবে না বরং খবর হয় যখন ইরান তাদের মেয়েদের হিজাব ছাড়া ফুটবল খেলার অনুমতি দেয় না ! যখন একটা ছেলে বা মেয়ে কুরআন প্রতিযোগিতায় ফার্ষ্ট হয় তখন শিরোনাম হয় না শিরোনাম হয় সানি লিউনের কোন ছবিতে অভিনয়ের ঘোষনা ! আর কবে মানুষ এদেরকে পত্রিকা অফিস থেকে ঘাড় ধরে বের করে চৌরাস্তায় ভিক্ষা করতে বা বেশ্যাপাড়ায় দালালি করতে পাঠাবে তা দেখার অপেক্ষায় আছি ।
২।
প্রসঙ্গঃ জামায়াত
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে দোষ !
ইনু যখন বলে জুলাই আগস্টের মধ্যে কয়েকটা রায় কার্যকর হবে সুরঞ্জিত মখারা যখন রায়ের দিন তারিখ বলে দেয় তাতে আদালতের রা নাই কিন্তু রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদরা কিছু বললেই দোষ ! তার পর জেল জরিমানা ! ভালো তো ভালো না !
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন