নিবেদন

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৭ মে, ২০১৩, ০৩:২১:১৫ দুপুর



যাক হারিয়ে রঙ্গীন ঘুড়ি

ভালোবাসার স্বপ্নচুড়ি

হৃদয় থেকে অনেক দুরে

ছন্নছাড়া বাঁশির সুরে ।

স্রষ্টার প্রেমের আকুল টানে

ভালোবাসার নতুন গানে

পাখি হয়ে যাব উড়ি ।

রক্ত আভা যাক মাড়িয়ে

লৌহ কপাট আগ বাড়িয়ে

স্বপ্নগুলো দিক থামিয়ে

তবুও আমি সুমুখ পানে

স্রষ্টার প্রেমের আকুল টানে

ভালোবাসার নতুন গানে

পাখি হয়ে যাব উড়ি ।

যাক হারিয়ে রঙ্গীন ঘুড়ি

ভালোবাসার স্বপ্নচুড়ি

হৃদয় থেকে অনেক দুরে

ছন্নছাড়া বাঁশির সুরে

তবুও প্রভুর প্রেমের টানে

হারিয়ে যাব তারই পানে ।

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File