স্রষ্টার সৃষ্টির অপার বিস্ময় . . .

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১১ মে, ২০১৩, ০৩:২৩:৩৮ দুপুর

আমার প্রিয় এক ম্যাডাম যিনি হিন্দু ধর্মালম্বী ছিলেন তিনি একদিন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াচ্ছিলেন তো এর জটিল ফাংশনগুলো শুনে আমরা যখন তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি তখন বললেন "হার্টের এই এতগুলো কাজ প্রতি সেকেন্ডেই সম্পন্ন হচ্ছে এগুলো জন্মাবধি একই গতিতে চলছে কিছুক্ষন বন্ধ হওয়া মানেই তুমি মারা গেছ ! যখন এগুলো অনুভব করি তখন মনে হয় একজন মানুষ মরে যাওয়াটাই বরং স্বাভাবিক বেঁচে থাকাটাই বিস্ময় ! স্রষ্টা কতইনা সুনিপুন ।" সত্যি বলতে কি এই একটি কথার জন্যই তিনি আজীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবেন ।

সেদিন হার্টের ফাংশানের কথা শুনে আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেলেও আজ চোখ বড় হওয়ার সাথে সাথে বিস্ময়ে মুখও হাঁ হয়ে গেছে ! সতের দিন পর একজনের উদ্ধারকে আল্লাহর কুদরত হিসেবে না দেখে নিজের দিকে তাকান দেখবেন আপনার প্রত্যেক অঙ্গ প্রতঙ্গেই লেগে আছে স্রষ্টার সৃষ্টির অপার বিস্ময় ।

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File