আওয়ামী সাংসদ স্বীকার করলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের কপাল পুড়ে

লিখেছেন লিখেছেন হারূন রশীদ ১১ মার্চ, ২০১৩, ০৮:১৯:৩৯ রাত



মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকি হত্যার ঘটনায় সরকার দলীয় একটি “বিশেষ পরিবারকে” অভিযুক্ত করে নারায়ণগঞ্জের আওয়ামী সাংসদ কবরী বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই নারায়ণগঞ্জবাসীর কপাল পুড়ে। ক্ষমতায় এলে সেই পরিবারটি সিন্দাবাদের ভূতের মতো নারায়ণগঞ্জের ওপর চেপে বসে। আর দল ক্ষমতায় না থাকলে তারা এলাকা ছেড়ে পালায়।”

আসলে আমরা জাতিটাই মনে হয় কপাল-পোড়া, তা নাহলে এদেরকে কেন আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাই?

মূল সূত্রঃ http://www.prothom-alo.com/detail/date/2013-03-11/news/335623

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File