একটি নাটক.......

লিখেছেন লিখেছেন রোমান ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৮:৪৭ সন্ধ্যা

রাজাঃ দারুণ করিতেছে ওরা । রাজ

চত্বরে এতো লোকসমাগম দেখিয়া আমার বুক

ফুলিয়া উঠিতেছে ।

মন্ত্রীঃমহারাজ আপনি মহান ।

(খাঁসকামরার জানালার পর্দা সরিয়ে)

-দেখো, একেকজনের

চোখেমুখে কি বিপ্লবী দৃষ্টি । যেন

এখনি কোরবান

আলীকে পাইলে ছিড়িয়া ফেলিবে ।

হাঃ হাঃ হাঃ তাহারা রাজার

দেওয়া কড়া নিরাপত্তায়

থাকিয়া কী জোড়েসোরেই না রাজার এক

কুশলী চালের বিরোধীতা করিতেছে !

হাঃ হাঃ হাঃ একেই বলে বিক্ষোভ !

তাহলে ওদের

বাপচাচারা কী করেছিলো ওদের জীবনে ।

হাঃ হাঃ হাঃ । আন্দোলন এতো সহজ ?

-মহারাজ, আপনার কুশলে আমরা অভিভূত ।

আপনি অতুলনীয় ।

-কী আশ্চর্য ব্যাপার না? কিছুদিন আগেও

মনে হইতে ছিলো ভয়ানক চিপায়

পড়িয়া গিয়াছি । বিরোধীর

বাচ্চাগুলা মনে হয় এখনি আসন

থেকে নামাইয়া ফেলিবে আর এখন ?

কি শান্তি!

জী মহারাজা । আমাদের

তোষামোদীরা কি দারুণভাবে পিছনে থাকিয়া ইন্ধন

দিতেছে আপনি দেখিলে খুবই খুশি হইবেন ।

অন্যসময় হইলেতো মন্চের আসন

লইয়া কামড়া কামড়ি লাগিতো ।

-ছি ! কী সব

আজেবাজে উক্তি করিতেছো মন্ত্রী। শব্দ

চয়নে আরো সাবধান হও । আর

ওদেরকে রাজকোষ থেকে কিছু উপঢৌকন

পাঠাও । আর বামের উজীর কই? ওরে খবর

দাও ।তাহার উপর আমি অত্যন্ত প্রীত।

তাহাকে আমি পুরস্কৃত করিবো ।

- মহারাজ আপনার হুকুম শিরোধার্য । কিন্তু

স্লোগানেতো তাহারা আপনার

স্তুতি করিতেছে না ।

চাহিলেতো আরো করিতে পারিতো ।

এমনকী কেহ কেহ গালাগাল দিচ্ছে । সৈন্য

পাঠাইয়া কী একটু কড়কে দেবো মহারাজ ?

-না মন্ত্রী তুমি বুঝিতেছো না ।

তোমরা মানে আমার রাজন্যবর্গ রাজ

কর্মচারীরা আমার কুকুরসকল সবাই আমার

স্তুতি করিতেছোই । বরং বেশীই করিতেছো ।

ওরা বরং ওইরকম করুক । তাহলে কেউ সন্দেহ

করিবে না ।

-যা আপনার আজ্ঞা মহারাজ । আমাদের

লাঠিয়াল

বাহিনীতো মাঝে মাঝে খেঁপিয়া ওঠে ।

রাজ্যের

বিরোধী শিবিরকে পিটাইতে পিটাইতে এখন

লোক সমাবেশ দেখিলেই ওদের হাত

পা চুলকায় । ওদের কী বলিবো মহারাজ ?

-একটু সবুর করিতে বলো, বিরোধীদের

পেছনে শীঘ্রই ওদের লেলিয়ে দিবো । বড়

বাড় বাড়িয়াছে ওদের! এত্তো অত্যাচারও

দমিতে পারিতেছি না । এই ফাঁকে কিছু

শরীরচর্চা করিতে বলো ।

-মহারাজ যাহারা আপনার বিরুদ্ধে কটুবাক্য

উচ্চারণ করিতেছে তাহাদেরকে ইলিয়াস

খাঁ এর মতোন গুম করিয়া দেই ?

-আরে মন্ত্রী তুমি খুবই অবুঝ

হইয়া যাইতেছো দিনদিন! তোমাকে কিছু

কথা জিজ্ঞেস করি ঠিক ঠিক জবাব দিবা !

- জ্বী মহারাজ ।

- উহাদেরকে রাজপথে কে নামাইয়াছে ?

- জ্বী হুজুর আপনি ।

কে তাহাদের নিরাপত্তা দিতেছে ?

-হুজুর সবই আপনার দয়া ।

-তেলবাজী কম করো । যা বলি তাহার জবাব

দাও ।

-জী, হুজুর।

-কেনো নামাইয়াছি তাহাদের রাস্তায় ?

-হুজুর বেয়াদবি মাফ করিবেন । আমার

বলিবার মোটেও ইচ্ছা নাই তবু আপনার

আদেশে বলিতেছি । আপনি বলিয়াছেন যে,

আমাদের দুঃশাসনে অতিষ্ট হইয়া জনগন

আমাদের থেকে দূরে সরিয়া গেছে । দ্রব্যমূল্য,

বিদ্যুত্ গ্যাস জ্বালানীর দাম

বাড়াইয়া পাশের রাজ্যের সাথে দহরম মহরম

করিয়া ও

নানা রাজ্যবিরোধী চুক্তি করিয়া আমরা অনেকটা কোনঠাসা....

-চুপ রও নালায়েক

আমারটা পরিয়া আমারটা খাইয়া তুমি এইভাবে নিন্দা করিতে পারিলে,

বেয়াদব ? তোমার গর্দাণ উড়িয়া যাইবে ।

-হুজুর মা বাপ । আপনি বলিতে বলিলেন ! ঐ

কথা গুলাতো নিন্দুকেরা বলে । বঙ্গরাজ্যের

সব জনগণ খুবই ভালো আছে । ওই

কথা যাহারা বলিতেছে তাহাদের ইতোমধ্যেই

আমরা যাবজ্জীবন কারাদন্ড দিয়াছি । আর

অন্যদেরকেও জিহবা কাটিয়া দেওয়ার

ব্যাবস্থা করিতেছি ।

-হ্যা তাই করো । তবে কয়েকটা দিন সবুর

করো । না হয় জনগন খেপিয়া যাইতে পারে ।

-জো হুকুম মহারাজ ।

- ও হ্যা যাহা বলিতেছি । ওদেরকে যত

নিরপেক্ষ দেখাইতে পারিবে জনগন ততোই

বেশী সাড়া দিবে । দেখ নাই আমার কয়েকজন

সভাসদকে ওরা লাঞ্চিত করিলো । আমি কিছু

বলিয়াছি ?

-আজ্ঞে না হুজুর।

-অন্যসময় হইলেতো ওদের

পশ্চাত্দেশে মরিচের গুড়া লাগাইয়া দিতাম ।

কিছুদিন আগে দিয়াছিলাম মনে নাই ? আর

ওদের প্রয়োজনের দিকে অবশ্যই লক্ষ্য

রাখিও ।

অবশ্যই মহারাজ । আজিকেই

কয়েকটা পায়খানা বসাইয়াছি সেইখানে ।

না হয় লোকজন পথে ঘাটে চিপায় চাপায় যেই

হারে জিনিসপত্রত্যাগ করিতেছিলো ।

গন্ধে ঠিক থাকিতে পারিতেছিলাম না ।

- খুবই ভালো করিয়াছো । দরকায়

হইলে পায়খানায় পায়খানায় পয়মাল

করিয়া দাও ।আর শোন ওদের

দাবী দাওয়া যাতে ওই কোরবান আলীর কতল

ছাড়া আর কোন বিষয়ে ছড়াইতে না পারে ।

-জ্বী মহারাজ ।

আমি এইজন্য রাজ্যের সব টেলিভিশন চ্যানেল

পত্রিকা সব ধরণের মিডিয়াকে কোরবান

আলীর কতল করার দাবীকেই

তুলিয়া ধরিতে কহিয়াছি ।

বুঝাইতে বলিয়াছি কোরবান আলীরে কতল

করিতে পারিলে দেশ

শান্তিতে ভরিয়া যাইবে । দেশে কোন অভাব

থাকিবে না!

-দারুণ । এই না হইলে আমার উজীর । এই নাও

তোমার তোহফা ।(রাজা গলা থেকে একটা হার

ছুড়ে দিয়ে ।)

-আপনি উদার, আপনি অদ্বিতীয় ।

-আর শোন যাহারা আমার গুন

গাহিবে না তাহাদের

কে দেশদ্রোহী আখ্যা দাও । আর অবশ্যই ওই

জনসমাগমকে জনসাধারনের সামনে মহান

দেশপ্রেম বলিয়া তুলিয়া ধরো ।

দেখিবে জনগণ এমনিই আসিবে। আর হ্যা কিছু

বিনোদনের ব্যাবস্থাও রাখিও । এতটা সময়

কি এমনি থাকা যায় ? তবে খেয়াল রাখিও

চেতনাটাই মূল । গান বাজনা কিছু না ।

-জী আজ্ঞে হুজুর । লোকজনতো এখন

এইখানে আসিতে পারিলেই নিজেরে দেশ

প্রেমিক ভাবিতেছে । তবে, কিছুদিন আগেও

যারা চুরির ডাকাতির দায়ে জুতোর

মালা পড়ে ঘুরঘুর করিতো ওই

ব্যাটাদেরকে দেখিয়া অবশ্য

তারা কিছুটা সংশয়িত। কয়েকজন

বলিয়াছে বলিয়া শুনিলাম ,

"এরা যদি দেশপ্রেমিক

হইয়া থাকে তাহলে চোর ছ্যাচোর কে ?"

-আরে সবাই অত্তো খেয়াল করে না ।

একটা হুজুগ তৈরী করিতে পারিলেই লোকজন

আসিবে । কেনো আসিতেছে তাহাও

ভাবিবে না । হাঃ হাঃ হাঃ

-মহারাজ যা বলেছেন ।

মহারাজ

আরেকটা কথা না বলিয়া পারিতেছিনা ।

রাজ্যের তৈলযন্ত্র মানে টিভিতে উহাদের

সমাবেশ দেখাইতে গিয়া আপনার যশকীর্তণ

প্রচারে যথেষ্ট ঘাটতি পড়িতেছে ।

টেলিভিশন ভবনে তৈলের

ঘাটতি পড়িয়া গিয়াছে । সেথায় নাকী তেলের

অভাবে হাহাকার চলিতেছে ।

-নালায়েক ক্ষমতায় টিকিতে পারিতে তেল

চর্বি সবই হইবে ।আগে সিংহাসন বাঁচাও । আর

বেকুবের মতোন তাকাইয়া না থাকিয়া আমার

পিঠটা চুলকাইয়া দাও ।

আদেশ পাওয়ামাত্র মন্ত্রী সজোরে রাজার

পিঠ চুলকাইতে লাগিলেন ।

By- Habibur Rahim

বিষয়: সাহিত্য

১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File