*** ও প্রভু***

লিখেছেন লিখেছেন চিত্তনামা ২২ মার্চ, ২০১৩, ০৭:৩৫:২০ সন্ধ্যা

*** ও প্রভু***

পাপেতে পাপেতে

মিশে গেছে এই জীবনখানি

জানি না, কেমনে তোমায় ডাকি?

ও প্রভু! কেমনে তোমায় ডাকি?

জীবনের যত দ্বার

হয়েছে অন্ধকার,

কেমনে তোমায় ডাকি?

ও প্রভু! কেমনে তোমায় ডাকি?

জোছনা ভরা চাঁদনী রাত,

উঠে শোনি তোমার ডাক।

বলনা কেমনে তোমায় ডাকি?

ও প্রভু! কেমনে তোমায় ডাকি?

২২/০৩/২০১৩

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File