স্বপ্ন হলেও বাস্তব চিত্র!
লিখেছেন লিখেছেন চিত্তনামা ০৮ মার্চ, ২০১৩, ০৯:৩২:৩৪ সকাল
জীবনে অনেক স্বপ্ন দেখেছি...
আমি একাকি ভাবি আমার স্বপ্নগুলোকে। এত সুন্দর কেন? কে এর রূপকার?
যেই স্বপ্নগুলো আমাকে হতভম্ব করে দেই।
ফলে আমার ভাবের অন্ত নেই!
অনেক স্বপ্নে ফুঠে উঠে আমার প্রতি দিকনিদের্শনা স্বরূপ। যা কখনো নমনীয় সুরে, কখনো ধমকের সুরে।
কখনো ফুঠে উঠে সমাজিক রূপরেখা।
আজও এর বিকল্প কিছু ঘটেনি। সময় সকাল ৮-১০ মিনিটে। চোখে তন্দ্রা তন্দ্রা ভাব। ফলে
কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পরলাম।
হঠাৎ আমার হৃদয়ে স্বপ্নের কিছু চিত্র আত্মপ্রকাশ করল। দেখছি, মসজিদে নামাজ শেষ, উর্দূভাষি এক তাবলিগি ভাই বলছে, যতদিন কালিমার সু-উচ্চ ধ্বনি পৃথিবীর বুকে টিকে থাকবে ততোদিন ইসলাম থাকবে। আর যতদিন ইসলাম থাকবে ততোদিন পৃথিবী টিকে থাকবে। যদিও উর্দূভাষি এই ভাইয়ের এই বাণীটি সর্বজন শ্রুত। কিন্তু বাঙলাকাশে যখন নাস্তিকদের কালোমেঘের আভা, তখন সকলের উপর প্রভাব বিস্তার করল তার মর্মবাণীটুকু!
এমনকি তাদের প্রত্যেকে ক্ষোভে ফেটে পড়ল। বোঝতে সক্ষম হল ইমানের দুর্বলতা সম্পর্কে!
** বি.দ্র- জানি না কে কী ভাবেন, তবে এটি আমার স্বপ্নের চিত্র তুলে ধরেছি, অন্য কিছু নয়।
বিষয়: Contest_mother
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন