পজিটিভ দৃষ্টিভঙ্গীই আপনার জীবন পাল্টে দিতে পারে

লিখেছেন লিখেছেন পাগলা বস ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৪:১৪ সন্ধ্যা



আমাদের সমাজে/পরিবারে কেউ কেউ আছেন ,প্রায় প্রতিটি কাজেই নেগেটিভ মন্তব্য করেন , যার কারনে আমরা অনেক সময় সহজ কাজেও মনোবল হারিয়ে ফেলি l আচ্ছা ভাই , কোন কাজে অন্যের কথায় কান না দিয়ে নিজের মত করে করলে কি হয় !!! একদম না করার চেয়ে করতে গিয়ে হারলেও সমস্যা নেই , এতে অভিজ্ঞতা ঝুলি টাও বড় হবে l আর জিতলে তো কথা...ই নেই ,অভিজ্ঞতাও বাড়ল কাজটি ও হল l বাট আশা রাখতে হবে মশাই Happy

নেগেটিভ মনোভাবের কারনে যা হয়ঃ Bring it On

*মানসিক চাপ বেড়ে যায় ,

*হতশায়ও ভোগতে পারেন ,

*আশেপাশের মানুষের সাথে তিক্ততার পরিবেশ সৃষ্টি হতে পারে ,

*এমন কি জীবন লক্ষ্য উদ্দেশ্যহীনও হয়ে পড়তে পারে l

তাহলে হুদায় নেগেটিভ মাইন্ড নিয়ে থাকবেন ক্যান মশাই !!!

কস্ট করে হলেও মনোভাবের পজেটিভ করেনঃ

*ফলে আপনার ধৈর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই কথা টা গ্যারান্টি দিয়ে বলা যায় l

*মানসিক চাপ কমে যাবে ,

*সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ তৈরি হবে l

জীবন টা একান্ত আপনার , তাহলে এটা আপনাকেই গোছাতে হবে ভাই l

একটা কথা মনে রাখবেনঃ

নেগেটিভ মনোভাবের লোকজন সব সময়ই সমালোচনা করে এবং অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যায় l এদেরকে সুধরানো সম্ভব না হলে কৌশলে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ l

Cool

সবাই ভাল থাকবে , দোয়া কামনা রইল Happy ;Winking

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180825
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
জেদ্দাবাসী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
133648
পাগলা বস লিখেছেন : আমিও খুশি হলাম ব্রো , আপনার ভাল লাগল শুনে |;Winking
180865
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
হতভাগা লিখেছেন : দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে ।

মহা জাতকের আগমন
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
133684
পাগলা বস লিখেছেন : হতভাগার ভাগ্যও যেন পরিবর্তন হয়ে যায় , সৌভাগ্যে ভরে উঠুক Winking Tongue *-Happy
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
133685
হতভাগা লিখেছেন :


ব্যবসার ধান্ধা কি খুব মন্দা যাইতাছে বস ?
180927
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪২
পাগলা বস লিখেছেন : হেহেহেহহেহ ব্যপার না মশাই , কত জনে কত কইব , সব কথায় কান দেয়ার টাইম কই !!! সামু তে হেতেরে রিপ্লে দিতে অনেক্ষন থেকে ট্রাই করতাছি , বাট সামুর সার্ভার ডাউন , তাই সম্ভব হয়নি Winking @ হতভাগা ব্রো Cool Big Grin
181006
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫০
সাদাচোখে লিখেছেন : পজিটিভ দৃষ্টিভংগী জীবনকে সহজ করে আর সাবধানী দৃষ্টিভংগী প্রতারনার হাত হতে বাঁচতে সাহায্য করে।
বাংলাদেশীরা সাবধানী দৃষ্টিভংগীর অধিকারী হলে পথে ঘাটে চলাচলে যেমন নিরাপদ থাকেন ঠিক তেমনি ঘরে দুয়ারে মিডিয়ার মিথ্যা ও প্রতারনা সযত্নে এড়াতে পারেন।
181429
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
পাগলা বস লিখেছেন : আপনার এই সুন্দর লেখার জন্য বস এর পক্ষ থাকে এক্সট্রা ধইন্য লন HappyCool

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File