উপজেলা নির্বাচন ও একটা পাগলের প্রলাপ """""""'''""'"""""""""""""""""""""""""""''"'''''''''''''''''''''''''''''''''"
লিখেছেন লিখেছেন পাগলা বস ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫০:২০ রাত
আগেই কইয়্যালায় মুই পাগল মানুষ , তাই জটিল আলোচনা মাথায় কম ধরে l তাইলে মশাই কিছু সরল কথা কই l
বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় গেলেও কাগজ পত্রে জোর করে বৈধতা নিয়া নিছে , আর এই জারজ সরকারের বিরোধীদল ছিল বিশ্ব বেইমান এরশাদের জাতিয় পার্টি l যার আচরণবিধি আবাল-বৃদ্ধ সকলের জানা আছে l
এখন কথা হল , উপজেলা নির্বাচনে বিম্পি-জামায়াত অংশগ্রহণ না করলেও নির্বাচন নিয়ে নিবে l
ফলাফলঃ আগের নির্বাচনের মত ইলেকশন নামক সিলেকশন হবে l ফলে আম্লীগের নড়বড়ে খুটি টা আরেকটু শক্য হবে l
বিম্পি-জামায়াত নির্বাচনে গেলে আম্লীগের জন্য প্লাস পয়েন্ট হবে , আগের অবৈধ নির্বাচন কে পরোক্ষ ভাবে সাপোর্টের মত l আম্লীগও কিন্তু এই চাল টা চেলেছে ( বিষয় ডা খুপ খুপ খিয়াল কৈরা ) যাতে বৈধতা/অবৈধতার ঝামেলা থেকে বেচেঁ যায় l
মনে হচ্ছে বিম্পি-জামায়াত এখনো শীত নিদ্রায় আছেন (!!) না হয় অবৈধভাবে আসা সরকারের পতনের ডাক না দিয়ে আবারো উপজেলা নির্বাচনের খেলায় মেতে উঠেছে কেন !!! আপনাদের সিদ্ধান্তের ব্যপারে মুই কিছু কইলাম না l
ওহে বিম্পি-জামায়াত ,আমাদের এক কথা এক দাবি l হয় জারজ আম্লীগ সরকারকে সীকৃতি দিন, না হয় তোমুল আন্দোলনের মাধ্যমে পতন ঘটান l এর কোনটাই সম্ভব না হলে দয়াকরে রাজনীতি থেকে বিদায় নিন l আপনাদের এই বালছাল রাজনীতি আর ভাল লাগছেনা :/ :/ :/ :(
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন