উপজেলা নির্বাচন ও একটা পাগলের প্রলাপ """""""'''""'"""""""""""""""""""""""""""''"'''''''''''''''''''''''''''''''''"

লিখেছেন লিখেছেন পাগলা বস ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫০:২০ রাত



আগেই কইয়্যালায় মুই পাগল মানুষ , তাই জটিল আলোচনা মাথায় কম ধরে l তাইলে মশাই কিছু সরল কথা কই Cool l

বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় গেলেও কাগজ পত্রে জোর করে বৈধতা নিয়া নিছে , আর এই জারজ সরকারের বিরোধীদল ছিল বিশ্ব বেইমান এরশাদের জাতিয় পার্টি l যার আচরণবিধি আবাল-বৃদ্ধ সকলের জানা আছে l

এখন কথা হল , উপজেলা নির্বাচনে বিম্পি-জামায়াত অংশগ্রহণ না করলেও নির্বাচন নিয়ে নিবে l

ফলাফলঃ আগের নির্বাচনের মত ইলেকশন নামক সিলেকশন হবে l ফলে আম্লীগের নড়বড়ে খুটি টা আরেকটু শক্য হবে l

বিম্পি-জামায়াত নির্বাচনে গেলে আম্লীগের জন্য প্লাস পয়েন্ট হবে , আগের অবৈধ নির্বাচন কে পরোক্ষ ভাবে সাপোর্টের মত l আম্লীগও কিন্তু এই চাল টা চেলেছে ( বিষয় ডা খুপ খুপ খিয়াল কৈরা ) যাতে বৈধতা/অবৈধতার ঝামেলা থেকে বেচেঁ যায় l

মনে হচ্ছে বিম্পি-জামায়াত এখনো শীত নিদ্রায় আছেন (!!) না হয় অবৈধভাবে আসা সরকারের পতনের ডাক না দিয়ে আবারো উপজেলা নির্বাচনের খেলায় মেতে উঠেছে কেন !!! আপনাদের সিদ্ধান্তের ব্যপারে মুই কিছু কইলাম না l

ওহে বিম্পি-জামায়াত ,আমাদের এক কথা এক দাবি l হয় জারজ আম্লীগ সরকারকে সীকৃতি দিন, না হয় তোমুল আন্দোলনের মাধ্যমে পতন ঘটান l এর কোনটাই সম্ভব না হলে দয়াকরে রাজনীতি থেকে বিদায় নিন l আপনাদের এই বালছাল রাজনীতি আর ভাল লাগছেনা :/ :/ :/ :(

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174835
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া উপজেলা নির্বাচন যে আন্দোলন থামানোর পদ্ধতি এটা ঠিক ,তবে এই নির্বাচনে অংশ নেয়া ঠিক হয়েছে।
174836
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৯
পাগলা বস লিখেছেন : হয়তো সাময়িকভাবে অংশগ্রহণ টা ঠিক মনে হচ্ছে , এমনিতেই অবৈধ সরকার পতনের আন্দোলনের গতি শ্লো ছিল । এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ এর ফলে আন্দোলন টা একেবারেই থেমে গেল । খুব আপসুস লাগছে , আম্লীগের নিখুঁত চালের ফাদে বিম্পি ঠিকই পা দিল ভাই :(
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৮
128075
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আন্দোলন কি তাহলে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় থেমে গেল ?আমার তো মনে হয় না জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন ছিল না কিন্তু ?
174881
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৬
পাগলা বস লিখেছেন : জাতীয় নির্বাচনের আগে কিন্তু আন্দোলন চলছিল , হউক না তা অগোছালো বা এলোমেলো l নিরবাচনের পর তা বলতে গেলে একেবারেই বন্ধ হয়েগেছে , আন্দোলনের ধারাবাহিকতা ঠিক থাকলে হয়তো পতন ঘটানো সহজ হত 2-১ মাসের মধ্যে , যেমনটি ৯৬ তে বিম্পিকে করা হয়ছিল l
180834
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
পাগলা বস লিখেছেন : Whew!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File