তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...
লিখেছেন লিখেছেন অনেক কিছু জানলা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৯:৩৭ বিকাল
নতুন করে জেগে উঠার জন্য বি এন পি কে আজ শাহবাগের মত জায়গায় এক সাথে বাসার বড়ই প্রয়োজন, কেননা জনগন ঠিকই আজ জেগেছে তবে তাদের ভীত মনের ফুসে উঠা একটি দাবির সাথে অব্যক্ত আরো কয়টি দাবি ( শেয়ার,হলমার্ক- দূর্নীতি ছাত্রলীগের খুন,চাদাবাজি, হত্যা, ধর্ষন, গুম, পদ্মার আবুলের) দাবিগুলোও তুলে ধরতে বি এন পির সাপোর্ট আজ তরুনদেরকে সুশীল রাজনীতির সাথে পরিচয় করিয়ে দিতে পারতো। তারা পারত এই দুর্নীতিবাজ স্বৈরাচার সন্ত্রাসী সরকারকে উৎখাতে তরুণ সমাজকে সাহস যোগাতে। আর বি এন পি ই পারতো সেই শহিদ জিয়ার দেশ গড়ার সৈনিক তরুন সমাজকে সাথে নিয়ে স্বনির্ভর সোনার বাংলা গড়তে। তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...
শেয়ার,হলমার্ক- দূর্নীতি ছাত্রলীগের খুন,চাদাবাজি, হত্যা, ধর্ষন, গুম, পদ্মার আবুলের দুর্নীতি এই বিষয়গুলো অনুচ্চারিত রাখা হয়েছে শুধুই এই ফাঁসির রায়ের বাস্তবায়নের উদ্দেশ্যে। কিন্তু এক সময় না এক সময় তো কাউকে এগুলো বলতেই হবে। অতি দ্রুত রাজাকারদের ফাঁসির দাবী আদায় করে, বাকশালী সরকারের এই চাপা পড়া অপকর্মগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।
তাই আবারো বলি -স্বনির্ভর সোনার বাংলা গড়তে, তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...
সব শেষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে হবে।
বিষয়: রাজনীতি
১৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন