নাস্তিকতার আবরণে ইসলামবিদ্বেষ লেখাটির উল্লেখিত অংশটি পড়ে আমারও সেই ছাত্রজীবনের কথা মনে পড়ে গেল

লিখেছেন লিখেছেন পারভেজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৮:৩৮ সকাল

মাহমুদুর রহমানকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে, হৃদয়ের গভিরে লুকিয়ে থাকা অনুভুতিগুলো জাগিয়ে দেয়ার জন্য।

আজ আমার বাবাকে প্রাণভরে দোয়া করি, তার তখনকার শাষণ আজ আমাদের জীবনে সুফল বয়ে এনেছে।

...... আমাদের যেখানে সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকার অনুমতি ছিল না, এরা কী করে শাহবাগ চত্বরে ছেলেমেয়ে মিলে সব একসঙ্গে রাতের পর রাত কাটায়, সেটা বুঝতে পারি না। নতুন প্রজন্মের এইসব তরুণ-তরুণীর পিতা-মাতার চিন্তা-চেতনা, মূল্যবোধ কি তাহলে আমাদের পিতা-মাতার চেয়ে আলাদা? ধর্মবিশ্বাসের বিষয়টি বিবেচনা না করলেও বাঙালি সমাজের মূল্যবোধের মানদণ্ডে এই আচরণ কি সামঞ্জস্যপূর্ণ? নাকি যুগ একেবারেই পাল্টে গেছে? এসব প্রশ্নের জবাব আমার জানা নেই।

উল্লেখ্য যে, অনেক বড় হয়েছি, বিয়ে করেছি, নিজেও বাবা হয়েছি। কিন্তু আজো বাবার শাষণ আমাদের সাথে আছে। এখনো গ্রামের বাড়ীতে বেড়াতে গেলে বাসায় আসতে একটু বেশি রাত হলে বাবা/মায়ের কাছে কি জবাব দেব তা নিয়ে সংকোচবোধ হয়।

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File