সরকারকে হরতালের বা দেশ অচল করে দেয়ার ভয় দেখিয়ে কি লাভ
লিখেছেন লিখেছেন পারভেজ ১৩ এপ্রিল, ২০১৩, ১১:০৭:৩৯ সকাল
আমাদের দেশে বর্তমান সময়ে সরকারের বিপক্ষে প্রতিবাদ জানাতে খুব সহজেই আমরা উচ্চারণ করি, অমুকের কিছু হলে বা অমুক দাবী না মানলে হরতাল কিংবা দেশ অচল করে দেয়া হবে। হরতাল কিংবা দেশ অচল করা এ শব্দগুলো একসময় শুনতে খুব ভয়ানক মনে হলেও বর্তমান সময়ে আমার কাছে তা একেবারেই অনুভুতিহীন। একটু খেয়াল করলে দেখবেন প্রতিদিনই কোন না কোন জায়গায় হরতাল পালিত হচ্ছেই।
আজ পর্যন্ত আমি দেখিনি, হরতাল দিয়ে কোন দল বা ঘুষ্ঠি সারকার থেকে কোন দাবী আদায় করতে পেরেছে। তা হলে শুধু-শুধু হরতাল দেয়ার প্রয়োজনটা কোথায়?
যে দেশে সরকার নিজে হরতাল দিয়ে দেশ অচল করে দেয়, সে দেশে সরকারকে হরতালের বা দেশ অচল করে দেয়ার ভয় দেখিয়ে কি লাভ। দেশ অচল কেন, দেশ যদি তলিও যায়, তাতে সরকারের কিছুই যায় আসে না।
আমাদের দেশে সরকার নির্বাচিত হয় মাত্র ৫ বছরের জন্য। অপেক্ষায় থাকেন না, আগামী নির্বাচনে আপনার মতামত প্রকাশের একটা দারুন সুযোগ পাবেন। যেখানে আপনি আর আল্লাহ ছাড়া অন্য কেউ দেখেনা আপনি কাকে নির্বাচিত করছেন। আমি অতি সাধারণ মানুষ, কোন রকম একটা কর্ম করে জীবিকা নির্বাহ করি। আমার মতো হয়তো অনেকেই আছে, কাউকে বলার সাহস পাচ্ছে না বা বললেও কি লাভ হবে। হরতালেও কর্মস্থলে উপস্থিত হতে হয়। আবার লেট করা যাবে না। কোন ছুটিও নেয়া যাবে না। যত নিয়ম-কানুন যেন শুধু হরতালের দিনের জন্য রেখে দেয় কম্পানীগুলো।
সবশেষে আমার প্রত্যাশা, সরকারকে তার মতো করে চলতে দিন। সরকার ইতোমধ্যে দেখেছে জনগন কার সাথে আছে। এরপরও যদি দেখে না দেখার মতো ভান ধরে থাকে, তা হলে আর কি করার আছে।
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন