আমাদের শিক্ষিত সমাজের এই অবক্ষয়ের দায়ভার কার
লিখেছেন লিখেছেন জিনাত ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১৭:৪৫ বিকাল
রাজধানীর আশেপাশে বিভিন্ন অফিসে কর্মরত ব্যক্তিদের সহজ যাতায়াতের জন্য জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চালু হয় তুরাগ ট্রেন। সকাল ৭.২০ এ জয়দেবপুর থেকে কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ যায় ট্রেনটি, ফিরে আসে আবার বিকালে। কম ভাড়ায় যানযট মুক্ত চলাচলে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে বাহন টি। ট্রেনটিতে চলাচলকারী বেশীরভাগ যাত্রীই চাকুরিজীবি ও শিক্ষিত । এখানে যারা নিয়মিত চলাচল করেন তাদের কমপক্ষে দুইটা বিষয় দেখার অভিজ্ঞতা আছে।
এক. বিনা টিকিটে ভ্রমন।
দুই. সিট নিয়ে প্রাইমারী স্কুলের বাচ্চাদের মত কাড়াকাড়ি।
কেস স্টাডি এক: ট্রেন ভর্তি মানুষ, তিল ধারনের ঠাঁই নাই। টিকিট চেকার সাধারণত সচরাচর আসেননা । লোকাল ট্রেন হওয়ার কারণে সহজেই এক কামরা থেকে আর এক কামরায় যাওয়ার ও উপায় নেই তার। কিন্তু যে দু-এক কামরায় চেকার তার দায়িত্ব পালন করেন সেখানেই ফুটে ওঠে আসল চিত্র। যাত্রীদের সিংহভাগই নিজ নিজ পকেটে হাত ঢুকায় আর একটা করে লাল নোট বের করে চেকারের হাতে দেয়। চেকার ও বিনা টিকিট আর বিনা রিসিট এ সেই নোটগুলো পকেটে ঢুকায়। পাঠক চিন্তা করুন , যে কামরাগুলোতে চেকার যায়না বা যেতে পারেনা সেগুলোর কি অবস্থা আর যে টাকাগুলো চেকারের হাতে যায় তার কতটুকুইবা রেলওয়ে পায়? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর সবটুকুই করছে বা করার সুযোগ করে দিচ্ছে আমাদের শিক্ষিত চাকুরিজীবিরা।
কেস স্টাডি দুই: ট্রেন ছাড়ার সময় সকাল ৭.২০। সকাল ৬.৪৫ কিংবা ০৭.০০ টায় ট্রেনে এসে দেখতে পাবেন (যে কেউ আসতে পারেন) প্রতিটা ছিটে দু-এক জন করে বসে আছে আর ফাঁকা ছিটগুলোর কোনটাতে পত্রিকার ছেঁড়া পাতা, আই ডি কার্ড, আবার কোনটাতে পড়ে আছে ভিজিটিং কার্ড। আবার কোন কোন ক্ষেত্রে খালি ছিটের পাশে বসে থাকা লোকটি নিজেই বলছে "ভাই লোক আছে"। কি আর করার, আপনাকে ঠায় দাড়িয়ে থাকতে হবে ,আর কিছুক্ষন পর দেখতে পাবেন ট্রেন ছাড়ার ঠিক আগ মূহুর্তে কিছু লোক হাপাতে হাপাতে(দৌড়ে আসে তো) এসে ঐ সিটগুলোয় বসে পড়ছে। এ দৃশ্য দেখে আপনার যত রাগই হোক কিছুই করার নেই। তবে আমি নিশ্চিত যে, আপনি স্মৃতিতে ফিরে যাবেন আপনার প্রাইমারী স্কুলের সিট দখলের সেই দৃশ্যে।(আমি জানিনা এখন কিন্ডার গার্টেনে এমন হয় কিনা) । এর সাথে আর একটা দৃশ্য অতিরিক্ত হিসাবে আপনার উপভোগ্য হতে পারে সেটা হল "তুরাগ" স্টেশনে দাঁড়িয়ে আছে ঠিক এ সময়ে পাশের লাইনে এসে দাড়াল অন্য এক আন্তঃনগর ট্রেন। এবার দেখবেন তুরাগ থেকে নেমে সেই ট্রেনটিতে ওঠার প্রতিযোগীতা ! (বিশেষ করে যারা টিকিট ছাড়া উঠেছিল)। কারণ একটু হলে ও আগে পৌঁছা যাবে ঢাকাতে।
পাঠক আরও কিছু মজার(?) ঘটনা জানানো যেত কিন্ত আপনাদের ধৈর্যচুত্যির ভয়ে লিখছিনা। তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি "আমাদের শিক্ষিত সমাজের এই অবক্ষয়ের দায়ভার কার"????
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন