একটা বিষয় লক্ষ্য করলাম শুধু হিন্দু আর মহিলা....

লিখেছেন লিখেছেন জিনাত ১৬ এপ্রিল, ২০১৩, ০২:৫৭:৩৫ দুপুর

টিভিতে একটা বিজ্ঞাপনের ডায়ালগ " একটা বিষয় লক্ষ্য করলাম আব্বা একটু চালাক না হলি......"

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা বিষয় দেখছি সরকার ও একটু চালাক হয়ে চলতে শুরু করেছে ....

বিষয়টা খুবই ভাবাচ্ছে..

শুরু থেকেই সরকার একটা আতংকে ভুগছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটা বিশেষ দলের সমর্থকরা ঢুকে পড়ছে নিজ যোগ্যতা বলে। ব্যাস, এই ইসলাম ঠেকাতেই মুসলমান রা পড়ে গেল বিপদে গুরুত্বপূর্ণ পদে বসতে লাগল শুধু হিন্দু আর মহিলারা। নাম শুনতে মুসলমানের মত হলেই সন্দেহ! (পাঠক দেশের গুরত্বপূর্ণ পদগুলো নিয়ে একটু চিন্তা করলেই বুঝবেন।)

সরকারের একেবারে শেষ সময় এসে এ লেখা কেন লিখলাম? আসলে বোধদয় অনেক আগেই হয়েছে কিন্তু ছোট একটা বিষয় থেকে লেখা, সোনার ছেলেদের নববর্ষের চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছে

প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ, ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তী, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মন্ডল ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার।

প্রথম টা বাদ দিয়ে বাকি নামগুলো দেখেন এদের কে দিয়ে আপনি ইসলাম ও মুসলমাদের পক্ষে কি সত্য খবর আসা করেন?

আর এ রকম প্রায় সব জায়গাতেই..

বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File