আল্লাহ ও রাসূল (সাঃ)-এর বিদ্রূপ সম্পর্কে সৌদি গ্র্যান্ড মুফতি বোর্ডের ফতওয়া
লিখেছেন লিখেছেন মনসুর আহামেদ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৮:০১ রাত
মধ্যপ্রাচ্য সংবাদদাতা : ফেসবুক ও ব্লগে আল্লাহ, রাসূল (সাঃ), সাহাবায়ে কেরাম ও উম্মাহাতুল মুমিনীনকে বিদ্রূপ করা কুফরি বলে সাব্যস্ত করেছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বোর্ড।
বাংলাদেশসহ বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ, রাসূল সা:, সাহাবা ও উম্মাহাতুল মুমিনীনকে বিদ্রূপ করে লেখার ব্যাপারে ইসলামের বিধান কী জানতে চাওয়া হলে বোর্ডের পক্ষ থেকে এই ফতওয়া দেয়া হয়। এতে বলা হয়, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আয়াত ও শরিয়তের বিধানগুলোর বিদ্রূপ করা মহা কুফরি ও ধর্মত্যাগ। যে ব্যক্তি আল্লাহ, তার কিতাব ও রাসূলের বিদ্রূপ করে, তাকে আল্লাহর পবিত্র কিতাবে কাফের সাব্যস্ত করা হয়েছে। যেমন ইরশাদ হয়েছে, ‘বলুন তোমরা কি আল্লাহ, তার আয়াতগুলো ও তার রাসূলকে নিয়ে বিদ্রূপ করতে? আজ তোমরা কোনো অজুহাত দেখিও না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছ।' (সূরা তওবা, আয়াত ৬৪)
সারা বিশ্বের আলেমদের ঐকমত্য এই যে, আল্লাহ, তার রাসূল ও তার কিতাবের বিদ্রূপকারী কাফের এবং তারা এ ব্যাপারেও একমত যে, কোনো মুসলমান এ কয়টির কোনো একটির বিদ্রূপ করলে সে কাফের ও ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়। সুতরাং ক্ষমতাসীনদের অবশ্যকর্তব্য তাকে বিচারের মুখোমুখি করা এবং মুসলিম জনসাধারণের কর্তব্য আল্লাহর ক্রোধ, আজাব ও মুরতাদ হওয়া থেকে রেহাই পাওয়ার জন্য এ ধরনের আচরণ থেকে বিরত থাকা।
এদিকে রাবেতায়ে আলমে ইসলামির মহাসচিব ড. আব্দুল্লাহ ইবনে আবদুল মুহসিন তুরকি এক বিবৃতিতে এ ধরনের কাজ সারা বিশ্বের মানুষের সাথে দেড়শ' কোটি মুসলমানের সম্পর্ক খারাপ করবে বলে মন্তব্য করেছেন। মুসলমানরা কখনো তাদের ধর্ম ও নবীর অবমাননা সহ্য করে না বলে তিনি সবাইকে সতর্ক করে দেন।
বিষয়: আন্তর্জাতিক
১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন