নস্টালজিয়া
লিখেছেন লিখেছেন আহসান সাদী ০৪ আগস্ট, ২০১৫, ০৩:৩৫:২০ রাত
অশরীরী শেকলে খুব এঁটো করে বাঁধা
হাত-পা'র অবশেষে অসাড় হয়ে আসা
এবং
মনের ভেতর তুমুল আস্ফালন,
পেছন ফিরে যাবার,
ফেলে আসা সবগুলো অনুক্ষণ
আবার ফিরে পাবার
চিনচিনে ব্যথাটাকেই বুঝি
নস্টালজিয়া বলে!
পলেস্তেরা খসা স্মৃতির পতিত ভুতুড়ে দালানটায়
ফিরে আসি বারবার
বেদনাবিলাসী ভুলে।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিয়মিত বেড়াতে আসার জন্যে ধন্যবাদ থাকলো।
অতীতটা তাই বর্তমান হয়ে থাকে সদা।
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন