মি ফিচারিং 'মিলন ভাই'

লিখেছেন লিখেছেন আহসান সাদী ১৩ মে, ২০১৫, ০৫:০৮:৫৩ বিকাল

আমি এক প্রবাসী কবিকে চিনি। তিনি পেশায় ডাক্তার। মাঝে মাঝে ঢুঁ মারি উনার প্রোফাইলে। ছোট ছোট কয়েকটা কবিতা পড়লেই কাজ হয়ে যায়। মাথায় কিছু ভাবনা এসে ভর করে, নানান রঙের শব্দ এসে ভীড় করে। এই কোলাহল চলতেই থাকে। শব্দ আর ভাবনার এই আন্দোলন একজন সাধারণকেও ব্যাপক কিছুর প্রণোদনা যোগায়। বেশী না, কয়েকটা ছোট কবিতাতেই কাজ হয়, পপাইয়ের স্পিনাচের মতো। ভেরি ইন্সটেন্ট।

কিছু ছোট লাইন শেয়ার করছি। অবশ্যই কবির অনুমতি ছাড়া। কবির আমি একজন সাধারণ ফলোয়ার। কবিদের সাথে নূন্যতম এইটুকুন দূরত্ব থাকা উচিত। আর আগানো স্বস্থ্যের জন্যে নিরাপদ না!

কবিতা আমার বেশ লাগে,

কবিদের করি ভয়।

কবিতায় আমার দুঃখ ভাগে,

কবিপ্রেম তবু নয়!

এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। যাইহোক, আমার আজকের কবি শ্রদ্ধেয় মিলন ভাই। ভালো নাম সাঈদুর রহমান। প্রবাসী, পেশায় ডাক্তার, নেশায় কবি। আমি চিনি ফেইসবুক মারফত। এই রইলো কিছু কবিতা (অথবা অণুকবিতা)।

১.

শরমে মরি সে সত্য বলায়

ঝড় হয়ে গাছ উপড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছি গাছের ই তলায় !

২.

একটা কিছু হারিয়ে ফেলেছি

মনেও নেই, কি, কে তা

শুধু মনে আছে তারি সাথে চুরি গেছে বাঁচার ইচ্ছে টা !

৩.

বুকের কষ্টে বাঁও মেলেনা লগি বাঁশে

আমার ভাষে,

মনের কষ্ট মাপার ফিতা দীর্ঘ‌ শ্বাসে !

৪.

কষ্ট খোর !

-------

কষ্টকে বেচি কষ্টকে কিনি

কষ্টকে বেশী সবথেকে চিনি

সুখ পরকীয়া, কষ্ট গৃহিণী !

৫.

কান্নাকে লিখে দেখাবো আশায়

চষি 'অক্ষর ভুমি',

অক্ষর বলে, "হে নিরক্ষর, থামবে এবারে তুমি ?"

কান্না লিখতে থেমে গিয়ে ভাবি

নীরবতাকেই লিখি,

নীরবতা বলে, "আমি কান্নারও কঠিন, সেটা জানোকি ?"

নীরবতা রেখে দীর্ঘশ্বাসকে

ডেকে বলি, "তোকে লিখি ?"

দীর্ঘশ্বাস উপহাসে হেসে বলে, - " কলম দেখাও দিকি " !

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319819
১৩ মে ২০১৫ বিকাল ০৫:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে ভাইয়া! আপনার পরিচিত ডাক্তার তো খুবই সুন্দর লেখেন মাশ-আল্লাহ! মাঝে মাঝে শেয়ার করবেন! অল্প কথায় মনের ভাব প্রকাশ যাকে বলে! ভালো লাগলো! জাযাকুমুল্লাহ খাইরান!
১৪ মে ২০১৫ রাত ১২:৫৮
260976
আহসান সাদী লিখেছেন : জ্বি, ডাক্তার সাহেব উস্তাদ লোক। লেখেন জবরদস্ত।

আরো শেয়ার করার ইচ্ছে রইলো।
319820
১৩ মে ২০১৫ বিকাল ০৫:৪৫
শেখের পোলা লিখেছেন : ডাক্তার কবির সাথে আপনাকেও ধন্যবাদ৷
১৪ মে ২০১৫ রাত ০১:০১
260977
আহসান সাদী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ তবে কেবল আমার তরফ থেকে। ডাক্তার সাহেবের কাছে আপনার ধন্যবাদটা পৌঁছানোর সুযোগ নেই!
319835
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

মি ফিচারিং শব্দের অর্থ টা বুঝলাম না! কবিতাগুলো খুবি ছোট হলেও ভাবার্থ বেশ গভীর!
ভালো লাগলো! শুকরিয়া! Good Luck
১৪ মে ২০১৫ রাত ০১:১১
260979
আহসান সাদী লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম।

ওই যে মিউজিশিয়ানরা যেমন করে, অমুক ফিচারিং তমুক। আমি থিমটা সেখান থেকে ধার করেছি। ফিচারিং ব্যাপারটা হলো সমন্বয় করা। একজন মিউজিক ডিরেক্টরের কাজ করেন, আরেকজন কণ্ঠ প্রদান করেন। এখানে মিলন ভাই কবিতা লিখলেন আর মার্কেটিং করলাম আমি। এই অর্থে আমি ফিচারিং মিলন ভাই!
319860
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
১৪ মে ২০১৫ রাত ০১:৫৭
260985
আহসান সাদী লিখেছেন : থুতনিতে হাত রাখা ইমোর অর্থ হলো থিংকিং। আপনি 'থিংকিং' ইমোটা ব্যাবহার করেছেন পাঁচবার। আপনার চিন্তার সাথে পাঁচ সংখ্যার নিশ্চয় কোনো গভীর সম্পর্ক রয়েছে।

আমি মিলন ভাইয়ের পাঁচটি কবিতা শেয়ার করেছি। এই পাঁচটা কবিতা নিয়েই কি আপনি এখনও চিন্তা করছেন?

আমাকেও 'থিংকিং'-এ ফেলে দিলেন বাহে। :Thinking

(একসময় শার্লক হোমস পড়তাম খুব। প্রো-পিকে যে ছবিটা আমার, সেটাও বেকার স্ট্রীট স্টেশনে তোলা!)
319908
১৪ মে ২০১৫ রাত ০১:১৩
আহসান সাদী লিখেছেন : হায় হায় হায়, আফরা কমেন্ট রিপ্লাই করতে গিয়ে আমি বানানে ভুল করেছিলাম। ভাবলাম রিপ্লাইটা ডিলিট করে আবার পোস্ট করি কিন্তু আফরা'র কমেন্টটাই ডিলিট হয়ে গেলো!!!

আমি আন্তরিকভাবে দুঃখিত।
১৪ মে ২০১৫ রাত ০১:৫৪
260984
আফরা লিখেছেন : তিন নাম্বারে আমার কমেন্ট না দেখে একটু খারাপই লেগেছিল । তার পর একটু নীচে নেমে আপনার কমেন্ট দেখে মন ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া ।

319915
১৪ মে ২০১৫ রাত ০১:৫৫
আফরা লিখেছেন : কবিতা আমার ভাল লাগে না

তাই কবিদের পাই ভয়।

কবিতার আমি কিছুই বুঝি না ।

তাই থাকি দুরে দুরে ।

১৪ মে ২০১৫ রাত ০২:০২
260986
আহসান সাদী লিখেছেন : ভালো লাগাতে হবে, ইটস অ্যান অর্ডার!

কবিদের ভয় পাওয়া ভালো, আমিও পাই তবে কবিতা বিষয়টা খারাপ না।

যা হয় ভালোর জন্যেই হয়। এমন না হলে আপনার মিটবল ফ্রাই অভিযানের গল্পটা হয়তো জানা হতো না।
320846
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ .. Thinking Thinking Thinking Thinking
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
261991
আহসান সাদী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মিয়াজী সাহেব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File