কম্পেনসেশান
লিখেছেন লিখেছেন আহসান সাদী ২৬ এপ্রিল, ২০১৫, ০৬:৪৭:৪১ সন্ধ্যা
মাঠের খেলায় জিতে গেলেই আমাদের ঐতিহাসিক ক্ষতিগুলো কীভাবে জানি পুষিয়ে যায়। বাস্তবে না হলেও ফেসবুকে পোষায় ষোলোআনা। ভারতের বিপক্ষে ক্রিকেট ম্যাচ জিতলে আমাদের ভারতবিরোধী চেতনা ফারাক্কা-তিস্তার ক্ষতিপূরণটুকু পেয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে হয়ে যায় একাত্তরের প্রতিশোধ। কামাল সাহাবের পদত্যাগ মুছে দেয় শেয়ারবাজারের গভীর ক্ষতটা। ইংল্যান্ডকে হারালে দুইশো বছরব্যাপী লুটপাট আর অত্যাচারের প্রতিশোধ নেয়া সম্পন্ন হয়ে যায়। জাতীয় এবং ঐতিহাসিক ক্ষতের এমন দ্রুত চিকিৎসা আমাকে অভিভূত করে দেয়।
আমার গ্রাম সম্পর্কিত এক ভাতিজার খুব ইচ্ছে বিদেশ যাবে। নিউজিল্যান্ড পাড়ি জমানোর আশায় সে কোনো একটা ফার্মের মাধ্যমে চেষ্টা করেছিলো। তার আবেদনটা খারিজ হয়ে যায় এবং মাঝ থেকে তার খরচ হয়ে যায় সত্তুর হাজার টাকার মতোন। সত্তুর হাজার টাকার কথাটা শুনে আমার বেশ খারাপ লাগতে থাকে।
আমাদের ঐতিহাসিক ক্ষতিগুলো যত সহজে আমরা পুষিয়ে নিই, আমার এই ভাতিজার ক্ষতিটা একই প্রক্রিয়ায় পুষিয়ে নেবার একটা ব্যাবস্থা করা যায় কি না সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকলাম। অবশেষে আবিষ্কার হলো বাংলাদেশ একদা নিউলিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো এবং যাকে বাংলাওয়াশ নামে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিলো। দেশের সাধারণ গ্রামীন আটপৌরে জীবনের এক প্রতিনিধির সত্তুর হাজার টাকার ক্ষয়ক্ষতির বদলা নিতেই নিশ্চয় বাংলার বীর সেনানীরা নিউজিল্যান্ডকে এমন নির্দয়ভাবে পরাজিত করেছিলো।
আর্থিক ক্ষতিটা পোষাতে এই ধবলধোলাই যথেষ্ট ছিলো কি না এই প্রশ্নটা অবশ্য ভাতিজাকে কখনো করা হয়নি।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে হয়ে যায় একাত্তরের প্রতিশোধ।
০ ৭১ এ বাংলাদেশ কি হেরেছিল পাকিস্তানের কাছে যে এখন জিতলে সেটাকে প্রতিশোধ বলা হয় ?
সামান্য একটা খেলার সাথে এসব বড় বড় জিনিসের তুলনা করা কি ঠিক ? পাকিস্তান যদি টেস্ট ম্যাচ জিতে বলে যে , ৭১ এর হারের বদলা নিলাম তখন কি সেটা শুনতে ভাল লাগবে ?
বাই দ্য ওয়ে, আপনার চোখে হিটলার কি একজন হতভাগা?
শুধু প্রত্যাশায় কাজ হবে বলে মনে হয় না, দোয়া লাগবে। মন্তব্য করলেন, উৎসাহ দিলেন, ভালো লাগলো। জাযাকিল্লাহ।
চমৎকার বলেছেন! আসলে আমি খেলা বুঝি না কখনো দেখিও না তাই পুরোটা আবেগ বুঝিয়ে বলতে পারছি না!
শুকরিয়া সুন্দর ভাবে মতামত বিশ্লেষন করার জন্য!
তবে তো বেঁচেই গেলেন! কী দরকার অহেতুক ব্যাপারগুলো বোঝার। ভালোই আছেন। অনেকগুলো ফিৎনা থেকে বেঁচে থাকা যাবে।
কিভাবে সম্ভব সেটা?
বেশ ভালো লাগলো লিখাটি অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন