মন্তব্য ও প্রতি মন্তব্যের রেকর্ড রাখা প্রায়োজন।

লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ০৫ জুন, ২০১৩, ০১:১৯:১৪ দুপুর

টুডে ব্লগ পরিবারের সকল সদস্যদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা রাখি আল্লাহর অসেস রহমতে সকলে ভাল আছেন.

টুডে ব্লগের মাধমে অনেক প্রতিভাবান ব্লগারের লেখা পড়তে পারি, জ্ঞান অজ্জান করি, প্রতেকের সহিত যোগাযোগ রক্ষা করতে পারি তাই কতৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক মুবারোকবাদ।

ব্লগে যে সকল লেখা পোস্ট করা হয় সে সকল পোস্ট রেকর্ডে থাকে কিন্তু যে সকল মন্তব্য বা পতি মন্তব্য করা হয় সে সকল মন্তব্যের কোন রেকর্ড থাকেনা যার দরুন পূবের কোনো মন্তব্য দেখতে পারিনা.

এ পরিবারের এমন কিছু সদস্য আছে যাদের মন্তব্য খুব গঠনমূলক ও তথ্য নিভর যা পরবর্তীতে প্রয়োজন পরে কিন্তু মন্তব্যের রেকর্ড না থাকার কারনে তা দেখা সম্ভব হয়না. আবার সকল পোস্ট প্রিয়তে বা মনে রাখা সম্ভব না তাই কতৃপক্ষের এ বিষয়টির প্রতি দৃষ্টি দেয়ার আবেদন জানাচ্ছি.

প্রতিটি ব্লগার তার আইডি থেকে যে সকল পোষ্টের উপড় মন্তব্য করবেন ও যে প্রতি মন্তব্য পাবেন তা তার আইডি তে রেকর্ড থাকবে. যদি তিনি মনে করেন তার পূবের মন্তব্য দেখবেন তবে মন্তব্য করেছেন ঘরে ক্লিক করলেই তার পূবের সকল মন্তব্য দেখতে পাবেন আর পতি মন্তব্য দেখার জন্য প্রতি মন্তব্যের ঘরে ক্লিক করবেন. এভাবেই টুডে ব্লগের আরও উন্নয়ন করা সম্ভব. এ কাজটি করতে শুধু কতৃপক্ষের ইচ্ছা ও সামান্য কষ্ট করলেই সম্ভব.

আশা রাখি কতৃপক্ষ বিষয় টি বিবেচনা করবেন. আর সকল ব্লগার এ বিষয়ে তাদের সুচিন্তিত মতামত দিবেন.

আল্লাহ হাফেজ.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিষয়: বিবিধ

১৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File