তেমন করে হারিয়ে যাব
লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ২৪ মে, ২০১৩, ০৮:৫৭:৩৬ সকাল
যেমন করে ঝরে ফুল
জীবন পাতার হিসাব মিলাতে
একদিন হয়ে যাবে ভুল
থেমে যাবে আসা যাওয়া
থেমে যাবে চলা চল।
বিদায় বেলায় দু’চোখ বেয়ে
পড়বে শুধু দু’ফোটা জল।
বালির বাধ যেমন করে ভেঙ্গে যায়
তেমন করে মুছে যাবে বিশ্বাস।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখি
আর আসবেনা ফিরে নিড়ে
বাধন হারা সেই পাখির
আর থাকবেনা বাঁচার আশ্বাস।
জীবনকে সে নতুন করে দেখবেনা ছুয়ে।
যেমন করে শরতের শিশির ছোয়া সবুজ ঘাস
আহত পাখির মত
আমিও হারাব আশ্বাস।
সাগরের ঢেউয়ের মত
একদিন হয়ে যাব বিলীন
মেঘে ঢাকা আকাশ সেদিন
হয়ে যাবে পলকে নীলহীন।
কান্নার শব্দকে করবে ম্লান
শ্রাবনের বাধন হারা বৃষ্টি
হারানো পথেই শুরু হবে
নব জীবনের সৃষ্টি।
বিষয়: সাহিত্য
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন