আমরা তহবিল সংগ্রহ করছি না, কেউ সংগ্রহ করতে গেলেই গণধোলাই দিবেন - শাহবাগে ইমরান

লিখেছেন লিখেছেন সাংবাদিক ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৯:০২ রাত

বিস্তারিত সংবাদ দেখুন ::

www.ukbdnews.com/index.php?option=com_content&view=article&id=1054&Itemid=142

...................................................................



গনজাগনের নাম ভাঙ্গিয়ে অনেকেই অর্থ সংগ্রহের অভিযোগ শোনা গিয়েছিল এতোদিন। তবে, আজ সোমবার রাত ৯ টায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, “আমরা কারো কাছ থেকে তহবিল সংগ্রহ করছি না।

কেউ সংগ্রহ করতে গেলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিবেন।”

তবে স্বেচ্ছায় প্রদত্ত সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান ইমরান।

এদিকে, মিথ্যা ব্লগার পরিচয় দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেকে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন বলেও তিনি অভিযোগ করে বলেন এসব ব্লগাররা যেসব বক্তব্য দিচ্ছে তার সাথে জাগরণ মঞ্চের বক্তব্যের কোনো মিল থাকছে না ।

বিস্তারিত সংবাদ দেখুন :: www.ukbdnews.com/index.php?option=com_content&view=article&id=1054&Itemid=142

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File