মস্তিষ্কবিভ্রাটের নমুনা !!

লিখেছেন লিখেছেন তানিয়া আলিয়েভা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১২:৫৫ দুপুর



কি বলতে চায় বুঝার চেষ্টা করুন। তারপর তাদের সাইটে যানঃ http://nuranichapa.wordpress.com/ (ওরা না পেরে এখন বন্ধ করে দিয়েছে)

দেখেন আগের সব পোষ্ট মুছে দিয়ে নতুন পোষ্ট দেয়া হয়েছে ! এখন সব জামাত-পন্থী পোষ্ট, কিন্তু সবগুলাই ১৬ তারিখ বা রাজিব হত্যার পরে !! কি বুঝলেন ! রাজিব হত্যার আগে যে সাইট ইসলাম বিরোধী পোষ্টে ভর্তি ছিল সেই সাইট এখন জামায়াতের পোষ্টে পূর্ন ! বুঝাই যাচ্ছে কারা কি উদ্দেশ্যে এইটা করেছে !! শাহবাগীরা প্রমান করতে চায় এটা জামাত-শিবিরের কাজ।

ওরা বলছে, জামাতিরা ধরা খাওয়ার ভয়ে আগের পোষ্ট মুছে দিয়েছে, তাইলে ধরা না খাওয়ার জন্য রাজিব হত্যার পরে জামায়াত পোষ্ট দিয়া ভর্তি করে ফেলছে?

একটু দাড়ান, এখানেই শেষ নয় !

হোমপেজের প্রথমেই লেখা আছেঃ

nuranichapa.wordpress.com is no longer available.

This blog has been archived or suspended for a violation of our Terms of Service.

For more information and to contact us please read this support document.

এটা দিয়ে ওরা বলছে জামায়াত এই ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু এর নীচেই দেখা যাচ্ছে, ১৬ আর ১৭ তারিখের জামায়াত-পন্থী পোষ্ট ! নাটক জমানোর জন্য একটা-দুইটা কমেন্টও যোগ করা হয়েছে। এই ব্লগ যদি আর্কাইভড বা সাসপেণ্ডই করা হয়ে থাকে জামায়াতের পোষ্টগুলা কিভাবে আসে? জামায়েতের পোষ্ট গুলো যোগ হল, ইসলাম বিরোধী পোষ্টগুলা গায়েব হয়ে গেলো কার স্বার্থে?

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File