কিসে আছে মুক্তি? নারায়ে তাকবীর, জয় বাংলা নাকি বাংলাদেশ জিন্দাবাদ
লিখেছেন লিখেছেন ইহসান আব্দুল্লাহ ১৬ মার্চ, ২০১৩, ০৬:১১:২৯ সন্ধ্যা
আমি সাহিত্যিক নই, হইতেও চাই না। ছোট্ট একটা কথা অযথা পেঁচানোর কোন মানে হয় না। সহজ কথা সোজা ভাবে বলি। কিছু ছবি দেখুন
কাঁদছে কেন? কি হয়েছে? -না কিছু হয়নি। ওরা সব সময়ই এমন করে কাঁদে, বাদ দেন।
এরা কি বাংলাদেশের মানুষ নয়? ওদের কি কোন ধর্ম নেই? আমাদের দেশ প্রেমিক গুলো কোথায়? আর ধার্মিক ভাইয়েরা? ধর্ম, রাজনীতি গলা ফাটানোর বৃহৎ দুটো সেক্টর। কিন্তু এই বৃহৎ সেক্টরে খুদ্র মানুষ গুলোর কোন স্থান আছে কি? নাই।
তোমাদের এই বাংলাদেশে ওদেরও অবদান আছে। বিশ্বাস করো?
হায়রে গনজাগরন, এই বাঙলার মানুষ প্রতিটা নেতার কাছে ঠকেছে সত্য। কিন্তু তোমাদের কাছে যেভাবে ঠকেছে তা ইতিহাসে নজির বিহীন। তোমাদের মুক্তিযুদ্ধের ফলাফল ভোগান্তি, নাস্তিকবাদী হামলা, সারা বাংলাদেশে অরাজগতা, হত্যা। আরও কত কি।
আর কত দিন এভাবে চলবে?
এই অসহায় বাঙালি তাকিয়ে আছে, একদিন একজন নেতা আসবেন আমাদের এমন একটা বাংলাদেশ দিবেন যে বাংলাদেশে কোন ক্ষুধা থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। থাকবে না অশান্তি, আর চোর বাটপারদের সাথে সাংবিধানিক লুটেরা। হয়তোবা এমন কেও কখনো আসবে না, আর আমাদের মুক্তিও অসম্ভব
বিষয়: রাজনীতি
২০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন