সাইদিকে নিয়ে বিপাকে সরকার
লিখেছেন লিখেছেন ইহসান আব্দুল্লাহ ০৪ মার্চ, ২০১৩, ০১:০১:৪৯ দুপুর
আমি সাইদি ভক্ত নই, ছিলামও না কখনো। সাইদি সাহেবের কোন মাহফিলে আজ পর্যন্ত আমি যাই নি, তবে অডিও ভিডিও মিলে বেশ কিছু তাফসীর শুনেছি, বিশেষ করে উনি গ্রেফতার হবার পর। উনাকে সরাসরি দেখিও নাই কখনো। উনার ফাসির রায়ের বিরুদ্ধে ময়দানেও নামি নাই, নামার সম্ভাবনাও কম। যদি নামি তা হবে ইসলামের জন্য। যা বলছি সব সত্য আর আমি একজন মুসলমান।
এবার আসল কথায় আসি, সাইদির রায়ে দেশে যে অরাজগতা শুরু হইছে রায় কার্যকর হলে কি হবে একটু ভেবে দেখুন। আমি বললে হয়ত বিশ্বাস করবেন না, তার পরেও বলি সারা দেশের এক শতাংশ জামাত-শিবির কর্মীও মাঠে নামে নাই। এরা যে মরতে ভয় করে না এটা তো জানেনই। সুতরাং রায় কার্যকর হলে এমন অবস্থা দাঁড়াবে হয় জামাত থাকবে, নয় সরকার থাকবে। এমন পরিস্থিতিতে হয়তবা সরকারই থাকবে। আর এর জন্য সরকার যে গণহত্যা চালাবে তার বিপরীতে জাতিসঙ্ঘও হস্তক্ষেপ করতে পারে। আর তা যদি নাও হয় নিরাপত্তার ধুলা দিয়ে চলে আসবে ভারত কিংবা হাসিনা সরকার সাহায্য চাইবে ভারতের। এবার খেলা শুরু দেশ দেখবে আরও একটি যুদ্ধ। মুসলমান-ভারত যুদ্ধ। অবশ্য এত দিনে জামাত-শিবির উচ্ছেদ হবে, মুসলমান মানেই জামাত-শিবির এই সুত্রে নির্যাতন আসবে সব ধর্ম প্রান মুসলমানের উপর। আর তাতে মুসলমানদের একটা ঐক্যজোটও হয়ে যাবে। সাথে বিএনপিও থাকতে পারে। না থাকলেও বড় একটা অংশ এই ঐক্যজোটের সাথে জড়াবে। উপায় না দেখে, খালেদার আর কি করার। মুসলমানরাই শেষ ভরসা। এতে কার বিজয় হবে সেটা দেখা সময়ের বেপার মাত্র।
আর যদি আপিলে রায় বিবেচনা করা হয়, শাস্তি কমিয়ে দেয়া হয় তখন এই প্রশ্ন বিদ্ধ ট্রাইব্যুনাল বাতিলের আন্দোলন হবে জোরদার। আরও কিছু মানুষ মরবে। বৈষয়িক চাপ আসবে, তখন এটা ভেঙ্গে দিতে বাধ্য হবে সরকার। আর বাইরে থেকে তেমন কোন চাপ নাও আসতে পারে। তাতেও বোধহয় হাসিনা সরকার সুবিধা করতে পারবে না। জন সমর্থন যে ইতিমধ্যে কয়েক গুন কমছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আর জন সমর্থনের কানে মলি দিয়ে যদি সেনাবাহিনী দিয়ে সরকার বাঁচাতে চায় তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামি। পিলখানা আপনি ভুলে গেলেও সেনাবাহিনী নিশ্চয় ভুলে নি।
এটা আমার মতামত। হয়তোবা এসবের কিছুই নাও হবে না। পারলে আপনার মতামত দিন, আমি সংশোধন করে নেব
বিষয়: রাজনীতি
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন