স্বাধীনতার অন্তরালে পলাশীর মীরজাফর

লিখেছেন লিখেছেন ইহসান আব্দুল্লাহ ১৯ মে, ২০১৩, ১২:২০:৫১ দুপুর

খণ্ডকালীন ক্ষমতার জন্য নিজের দেশ ও জাতিকে বিদেশী দাসত্বের হাতে তুলে দিতে ক্ষমতাবান রাষ্ট্রীয় নেতারা যে কুণ্ঠা বোধ করে না তা এই উপমহাদেশের ইতিহাস দ্বারা প্রতিষ্ঠিত। মীরজাফর থেকে শুরু করে আজ পর্যন্ত এই ধারা থেকে জাতি বের হতে পারে নি। জমিদার প্রথা থেকে আজ সরকারি প্রথা, দেশের মানুষ না খেয়ে মরলেও এসব ঝিঝি পোকাদের তেমন কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না। পদ্মা শুকিয়ে মরছে, উত্তরাঞ্চল জ্বলছে আর আমার জাতির পিতার দেয়া ৪১ দিনের ফারাক্কা এখনও বন্ধ হয়নি। বরং শুরু হয়েছে নতুন নতুন চুক্তির মাধ্যমে দেশ তাকে উজাড় করিয়ে দিয়ে আবার ক্ষমতায় টিকে থাকার নেশা। তা নিয়ে আপনি কথা বলতে পারবেন না, কারন তাদের জানা আছে আপনাকে কেমন করে দমাতে হয়। যারা ক্রুসেড-১০০ দিয়ে গণহত্যা চালাতে পারে তারা পরবর্তীতে আর কি নিয়ে আসবে তা আপনার আমার মত সুশীলদের মাথায় ঢুকবে বলে বলে মনে হয় না। যেভাবে ক্ষমতার লোভে র'র দেয়া এজেন্ডা মোতাবেক এরা দেশটা চালাচ্ছে তাতে এই বাংলার মানুষের কপালে যে আবার পরাধীনতার তিলক একে দেবে এই ফ্যাসিবাদী সরকার, তা আজ আলোর মতোই উদ্ভাসিত। মাঝে মাঝে মনে হয় ঘোষেটি বেগম দেখতে কেমন ছিল? কেমনে কথা বলত? কত কূট চাল ছিল তার মাথায়? আমরা পেয়েছি বাংলার ঘোষেটি, আর দেখছি কিভাবে দেশের স্বাধীনতা আজ বিদেশিদের বলতে ভারতের তাঁবেদারি করছে, আর হাসিনা সরকার কিভাবে পরিচালনা করছে তাবেদারির জমিদার। আমরা প্রজা, বলার সাহস নেই বলে যোগ্যতাও হারিয়ে ফেলেছি। আমাদের পাখা মেলে উড়ার ক্ষমতাটা যে হারিয়ে ফেলেছি। আমাদের গতিকে শ্লথ করে দিয়ে হাজার ক্রোশ পেছনে ফেলে দিয়ে মাথা তোলার মানবধিকার টুকুও কেড়ে নিয়েছে। আমরা পারবনা এই সাংবিধানিক সন্ত্রাসীদের জিম্মি থেকে বেরিয়ে আসতে। কিন্তু আমাদের ত্রাতা হয়ে যুগে যুগে যে বিপ্লবীরা এসেছিল তার ধারা কি রুদ্ধ? না,তবে আমাদের সূর্যসেন রা যে আছে সেই জমিদার নামক রাক্ষসের ডানা তলে। অন্য দিকে ফরায়েজিরা পেরে উঠছে না নিজেদের বিভক্তির কারনে। তিতুমির বাশেরকেল্লা নিয়ে এগিয়ে এলেও এত জনসমর্থন থাকা সত্ত্বেও সৈন্যের অভাবে মুখ থুবড়ে পড়ছে ধবল শাপলা চত্বর রঞ্জিত করতে।

আজ বাংলার বাঘ সম্প্রদায় কাদের জেলে আটকে আছে? কারা দেশের আনাচে কানাচে ভাগাড় মেলা ছড়িয়ে দিচ্ছে, কারা আপনার গলা টিপে ধরছে? জেনেও বিপ্লবীরা মহাবিপ্লবি আর বিদ্রোহীরা মহাবিদ্রোহী নাম ধারন করে ঘরের কোনায় ম্যাও ম্যাও করছে।

বিষয়: বিবিধ

১৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File