৫ হাজার শিবির ক্যাডারের লিস্ট গোয়েন্দাদের তহবিলে
লিখেছেন লিখেছেন ইহসান আব্দুল্লাহ ১৫ মে, ২০১৩, ১১:৫২:১১ সকাল
৫ মে বাংলাদেশের ইতিহাসে নেক্কারজনক গণহত্যার পটভূমি রচনাতে বাংলাদেশ সরকারের নগ্ন ইসলাম বিদ্বেষী স্বভাব প্রকাশ পেয়েছে। তাতে হেফাজত-ই-ইসলাম বুঝতে পেরেছে ২০০৬ সালে আ লীগের সাথে হাত মিলিয়ে এবং এ যাবত জামাতকে দোষারোপ করে তারা চরম পিছিয়ে পরেছে। তবে এ কথা সর্বজন বিদিত যে জামাত-শিবিরের ভাইয়েরা ১৪ ঘণ্টার অধিক প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই হেফাজত-ই-ইসলাম শেষ রাত পর্যন্ত টিকতে পারছে। তবে প্রতিরোধ কঠিন হয়েছে বলে অভিযানটাও কঠোর হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর তাতে হেফাজত-ই-ইসলাম এর শতাধিক কর্মী নিহত আর হাজারেরও অধিক গুরুতর আহত হয়েছে তাতে আমরা ব্যথিত হলেই হতাশ নই। এখন এটা প্রতিষ্ঠিত যে শুধু জিকির করে আর মসজিদে বসে তালিম করলে ন্যায়ের দেখা পাওয়া সম্ভব না। মসজিদ আবাদ বলতে যারা হুজুরের বয়ান আর নামাজ কালাম বোঝেন তারাও এখন বুঝতে শিখছে কেন রাসুল (সা.) এর সাহাবারা মসজিদে বর্শা চালানর প্রশিক্ষণ করতেন। তাবলীগ জামাত এখন ময়দানে নামার ইচ্ছা পোষণ করলেও হেফাজত যে ভুল করেছিল তাবলীগ এখন সেই ভুলেই হাবুডুবু খাচ্ছে। বড্ড হাস্যকর লীগের সাথে আতাত করে জান্নাতের প্রত্যাশা ।
বাবুনগরী, সব বলতে শুরু করেছে। কে পেছনে ছিল আর কে চাপ দিয়েছে। কিন্তু অধিকার থাকলেই না কেবল চাপ দেওয়া যায়, আর আপনি সামনে থাকলেন কেন? তাহলে তো কেও আর আপনার পেছনে থাকত না। ১৮ দল কে নিয়ে অনেক রাজনৈতি বোদ্ধারা অনেক কথা বললেন। ৪ তারিখ নাকি খালেদা অবস্থান না করে মুসল্মান্দের সাথে প্রহসন করলেন, কেন মধ্যরাতে বিএনপি নামলো না? কিন্তু হেফাজত যে খালেদাকে বুড়া আঙ্গুল দেখিয়ে লীগের সাথে আতাত করতে গিয়েছিলো তার ব্যাক্ষা কোথায় পাবেন। ওনারা আলেম সমাজ, হাফেজ মানুষ আর আমরা জিন্স টি-শার্ট পরা মুসলমান। বিএনপিকে যে কথা আমরা দিয়েছি তা আমরা ভাংব না ইনশাআল্লাহ্।যদি বিএনপি তাদের কথায় অটুট থাকেন। কিন্তু লেবাসের জন্য যারা আমাদের মুসলমান বলে স্বীকৃতি দিতো না তারা কেন জুব্বা ছেড়ে আমাদের দেয়া শার্ট পরে নারায়ে তাকবীর শ্লোগান দেয়। যদিও তারা শুধু এই শ্লোগানটাই দিতে পারে, আর এই শ্লোগান দিতে দিতে যখন পিছিয়ে আসছিলো শাপলা চত্বরের দিকে তখন তারা বুঝেছে জামাত কি জিনিস। জিহাদ কাকে বলে। আর যারা বলে
জামাত- শিবির নাকি তাণ্ডব চালিয়ে কোরআন পোড়ালেন। তাদের বলি উত্তর গেটের ঠিক পশ্চিম কর্নারের দোকানটাতে আগুন লেগেছিল আর তা ছিল আমার এক প্রতিবেশীর কাপড়ের দোকান। আর কমনিস্টের অফিসত দ্বিতীয় তালায়,আগুন লেগেছিল নিছ তালার সিঁড়ির পাশের রুমটাতে।
শুধু এই বলে শেষ করব দুইটি বিন্দুর মধ্যে সোজা লাইন একটাই।
বিশ্বাস করুন আর না করুন বিগত কয়েক মাসের সবগুলো ঘটনা বাংলাদেশে ইসলামের বিজয়কে তরান্বিত করেছে। জেনে নিন "জেল, জুলুম, নির্যাতন- আন্দোলনের প্রশিক্ষণ।"
বিষয়: রাজনীতি
২১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন