সহিংসতার আগুনে বিবর্ণ বিজয়ের মাস

লিখেছেন লিখেছেন বইঘর ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৭:০৮ রাত

বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ এর এ মাসেই রক্তচোষা জালিম পাক স্বৈরাচারীকে পরাস্ত করে স্বাধীন হয়েছিল স্বদেশের মাটি। বিজয়ের বিয়াল্লিশ বছর পার হলো। প্রতিবছর একটা করে বিজয়ের মাস আর সে মাসের ১৬ তারিখে একটা করে বিজয় দিবস উদযাপন করলাম আমরা এ দেশের মানুষ। কিন্তু বিয়াল্লিশ বছর পর আজ জাতির সামনে বড় প্রশ্ন- আমরাতো বিজয়ী, তাই না! তাহলে আজও স্বাধীন এ বিজয়ী দেশের পথে-প্রান্তরে যাদের রক্তে রঞ্জিত হচ্ছে স্বদেশের মাটি, তারা কারা? শাসকের বুলেট কেড়ে নিচ্ছে যাদের প্রাণ, কিংবা পেট্রোলবোমার আগুনে ঝলসে যাচ্ছে যাদের দেহ- তারা কি স্বাধীন নয়?

তাদের বুকখালি মায়েরা, বিধবা স্ত্রী আর এতিম সন্তানেরা বিভাবে উদযাপন করবে বিজয় দিবস? এগুলো কি একবারও ভেবে দেখবে না আমাদের শাসকগোষ্ঠী কিংবা ক্ষমতালোভী রাজনীতিবিদগণ? বিজয়ের মাসে রাজনীতির নির্মম সহিংসতা আমাদের বিজয় ও স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করছে না তো? স্বার্থপর ক্ষমতালোভী রাজনীতিবিদরা না ভাবলেও দেশপ্রেমিক চিন্তাশীলদেরকে আজ তা নিয়ে ভাবতে হবে। এবং আগামী প্রজন্মের কাছে তার সদুত্তর দিতে হবে। এ দায় মুক্তিযোদ্ধের ফেরিওয়ালাদের নয়; গোটা জাতির।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File