সৌদি আরবের পড়াশোনা সম্পর্কে যারা জানেন তাদের সাহায্য চাচ্ছি

লিখেছেন লিখেছেন বইঘর ২৫ এপ্রিল, ২০১৩, ১১:৫৪:৪২ রাত



গতকাল নেট মারফত জানতে পারলাম, জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আযীয বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদী আরবী স্কলারশিপ প্রোগ্রামে ছাত্র ভর্তি করা হবে।

এ বিষয়ে এই ওয়েব সাইটে (KING ABDULAZIZ UNIVERSITY) নিম্নোক্ত ঘোষণাটি দিয়ে নিচের লিংকে ক্লিক করতে বলেছে।

The Arabic Language institute for non-Arabic speakers started the enrollment for scholarships

The Institute of the Arabic Language for non-Arabic speakers at King Abdulaziz University in Jeddah announces the start of applying for scholarship students (external and internal) to study the Arabic Language Diploma for the academic year 1434/1435 AH; and it starts on Monday, 05/06/1434 AH (April 15, 2013) till one month further as a deadline.

To read the program info. and conditions,

Orientation Program for diploma students

আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ইসলামী স্টাডিসে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। এ অবস্থায় অভিজ্ঞদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আমাকে সহায়তা করবেন। অন্য কোনো পরামর্শ থাকলে তাও জানাবেন।

১। এই কোর্সেন মান কী এবং ভবিষ্যৎ কী?

২। বর্তমান পড়াশোনা স্থগিত রেখে ২ বছরের জন্য ঐ কোর্সটা কি করে আসবো?

৩। আমার জন্য সৌদী আরব বা অন্য কোনো আরব দেশে অনার্স করার কোনো সুযোগ কী আছে?

৪। দেশে অনার্স শেষ করে সৌদী আরবে উচ্চ শিক্ষার কোনো সুযোগ কি পাওয়া যাবে?

অভিজ্ঞদের সহায়তা কামনা করছি। আল্লাহ হাফিজ।

- এস এম আমিনুল ইসলাম

ঢাকা

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File