বেয়াদপ পোলাপাইনে দ্বিতীয় মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কের ব্লগের ঠিকানা চায় !

লিখেছেন লিখেছেন তীরন্দাজ ০৫ মার্চ, ২০১৩, ১০:০৮:৫৭ সকাল

বেয়াদপ পোলাপাইনে আমাদের দ্বিতীয় প্রজন্মের সর্বাধিনায়ক ডা. ইমরান এইচ সরকারকে নিয়া বিভিন্ন ব্লগে আজে বাজে কথা লিখছে। উনি নাকি ব্লগিং করেন এটা কারো জানা নাই। আমি নিজে ওনার ব্লগ পড়ার জন্য পাগল হইয়া আছি। অনেক বাটি চালান দিয়া এই খানে

http://blog.bdnews24.com/drimran/60449

৬ ছত্র বিশিষ্ট একখানি অতি মূল্যবান ব্লগ উদ্ধার করিতে পারিয়াছি। উহাতে একটি মন্তব্যও লক্ষ করা যাইতেছে। আর ওই দিকে বাংলা ভাষার সর্বপ্রথম ব্লগ 'সামহোয়ার ইন ব্লগের' ব্লগারগণ ডা. ইমরানের কোন ব্লগ নাকি অনুসন্ধান করিয়া পাইতেছেনা। এই খানে তাদের বেয়াদবীর নমুনা

http://www.somewhereinblog.net/blog/amirazibblog/29780890#c9655220

আর সামুর প্রতিষ্ঠাতা জানা আপু নাকি ব্লগার হিসাবে ডা. ইমরানের নামই শুনে নাই এইখানে

http://www.somewhereinblog.net/blog/xeroxsaiful/29782113 । কন তো কোথায় যাই। যিনি ব্লগার ও অনলাইন এক্টিভিস্টের সভাপতি(!) তার নামে এগুলা শুনলে জনগণে কি বলবো? এরা সব রাজাকার ! একজন সর্বাধিনায়কের সম্মান টানাটানির পরিণাম জানে না এই নাদানের দল!!!

সূত্র: বাশেঁর কেল্লা

বিষয়: বিবিধ

১৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File