গণহত্যা প্রসংগ : একাত্তর বনাম ২০১৩

লিখেছেন লিখেছেন তীরন্দাজ ০৩ মার্চ, ২০১৩, ১১:৫৯:১৩ রাত

গত কিছুদিন থেকে গণহত্যা শব্দটি নিয়ে অব্যহত আলোচনা চলছে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণহত্যা শব্দটি ব্যবহারের পর আওয়ামী ঘরানার মিডিয়াগুলোর রে রে করে চিৎকার করতে লাগলো- একাত্তরের পর গনহত্যা শব্দটি আর ব্যবহার করা যাবে না। করলে একাত্তরকে অপমানিত করা হবে।

অথচ বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়- স্বাধীনতার পর বাংলাদেশে এটাই একমাত্র গণহত্যা। তাছাড়া একদিনে এত লাশ বাংলাদেশ থাক দুরের কথা বিশ্বের ইতিহাসে বিরল। আরেকটি বিষয় জেনে আশ্চর্য হবেন- পাকিস্তান আমলে একাত্তরের ২৫ মার্চের আগের দিন পর্যন্ত সবমিলিয়ে বাংলাদেশে এত লাশ পড়েনি। সবশেষে আমরা ধরে নিলাম একাত্তরের গণহত্যার সাথে এই গণহত্যা মিলানো যাবেনা। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না- একাত্তরে গণহত্যা চালিয়েছে ভিনদেশী বেনিয়ারা-আর ২০১৩সালের ২৮ ফেব্রুয়ারী যে গণহত্যা চলেছে তা হয়েছে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নির্দেশে।

একজন ব্লগার হিসেবে আমাদের দাবী- এই গণহত্যার বিচার চাই।

বিষয়: রাজনীতি

১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File