মিডিয়া ক্যু: জঙ্গী মিছিল বনাম জনতার হামলা!
লিখেছেন লিখেছেন তীরন্দাজ ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২২:৩৯ রাত
গত কাল থেকেই মনে শংকা ছিল- আজ জুমার পরে দেশে কি যেন হয়? দীর্ঘ সতের দিন ধরে নাস্তিক মুরতাদদের সশস্ত্র পাহারা দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার চাই শ্লোগানের আড়ালে আল্লাহ ও তার রাসুল (সা.) যার পর নাই হেনস্থা করে ছেড়েছে। সেই নাস্তিককের কুৎসিত বিভৎস চেহারা প্রকাশ হয়ে পড়লে- তৌহিদী জনতা ক্ষোভে ফেটে পড়ে। আজকের জুমার নামাজের পর মুসল্লীদের সমাবেশে বিনা উস্কানীতে গোলাগুলি শুরু করে। টিভি সেটের সামনে বসে লাইভ দেখছি আর মিডিয়া অলাদের কারসাজি দেখছি। গত কয়েক দিন থেকে শাহবাগে ৪০০ টাকা ভাড়ার মানুষের জটলাকে যারা গণবিষ্ফোরণ আখ্যায়িত করেছে তারাই আজ তৌহিদী জনতার বিক্ষোভকে "জঙ্গী মিছিল" আখ্যায়িত করেছে আর ছাত্রলীগ যেখানে ব্যাবসা প্রতিষ্ঠানে ও ব্যাংক ভাংচুর করেছে সেটা উল্লেখ করেছে "উত্তেজিত জনতা"। দালালীর একটা সীমা থাকা উচিৎ। মিডিয়া অলারা মনে রেখ- বাকশালীরা কখনো মিডিয়ার বন্ধু নয়। তোমরা এখনো ডানপন্থীদের বিজ্ঞাপনেই বেঁচে আছো।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন