শাহবাগের আন্দোলন স্তিমিত হয়ে পড়ছে

লিখেছেন লিখেছেন তীরন্দাজ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৯:৫৫ রাত

সরকারের ছত্রছায়ায় অনলাইন এক্টিভিষ্ট ছদ্ধনামে নাস্তিকরা গোটা বাংলাদেশে একটি স্পষ্ট বিভাজন রেখা তৈরীর অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল বেশ কিছু দিন থেকেই। বামপন্থী মিডিয়াগুলো ধুমায়িত আগুনে ফু দিয়েছে তাদের সাথে। কিন্তু ধীরে ধীরে তাদের মুখোষ উম্মোচন শুরু হলে নাস্তিকেরা ধর্মব্যবসা শুরু করে। মোমবাতি প্রজ্জলনের ছদ্বাবরণে অগ্নি উপাসকেরা এবার নামাজের বিরতি দিচ্ছে! শাহবাগ চত্তরে এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়!

এদিকে "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদের!" কুকীর্তির কথা ফাঁস হয়ে যাওয়ায় গণ আন্দোলনে এখন "সালসা বিক্রির মজমা" থেকেও লোক কম হচ্ছে। মিডিয়াঅলারা এখন "পাখির চোখে" শাহবাগ দেখাতে না পেরে মর্মজ্বালায় জ্বলছে। আবার আমাদের হুজুর সম্প্রদায়ের উৎপাত "গোদের উপর বিষফোড়" হয়ে দাড়িয়েছে। শাহবাগীদের এখন "ছেড়ে দে মা কেদে বাঁচি" অবস্থা। আগামী কাল চরমোনাইর পীরের মুরিদদের শাহবাগ দখল কর্মসূচীতে সরকারের টনক নড়েছে বলে মনে হয়। নইলে তারা লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজবে কেন?

বিষয়: রাজনীতি

১৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File