ধন্যবাদ কর্তৃপক্ষ! তবে ব্যান হওয়ার ভয় করি না!

লিখেছেন লিখেছেন তীরন্দাজ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫০:৫৭ রাত

সামু ব্লগে একসময় লিখতাম। পরিবেশ খারাপ হওয়ার কারনে লেখালেখি বন্ধ করে দিয়েছি। মাঝখানে আমার বর্ণমালায় ছিলাম কিছু দিন। ব্যস্ততার কারনে সেটাও বন্ধ। সম্প্রতি শাহবাগীদের অত্যাচারে কলম ধরার সিদ্ধান্ত নিয়ে সামুতেই শুরু করলাম। কিন্তু তাদের নীতিবিরুদ্ধ লেখার কারনে তাৎক্ষনিক ব্যান হলাম। শুরু করলাম- সোনার বাংলায়। কিন্তু সরকার দিছে বন্ধ করে। আমার বর্ণমালায়। কিন্তু ব্লগের উন্নয়ন কাজ চলছে! যথেষ্ট ক্রোধের কারন হল। শেষ পর্যন্ত আমারদেশ এর কল্যাণে এই ব্লগে যাত্রা শুরু। অভিনন্দন কর্তৃপক্ষকে (রেওয়াজ অনুসারে)। স্বাধীন মত প্রকাশ করে যাব। ব্যান খাওয়ার ভয় করি না। দেশ আজ দুইভাবে বিভক্ত। আমরা আছি ধার্মিক মেহনতি জনতার কাতারে। ৯০% মুসলিমের কাতারে। ৪০০ টাকা হাজিরায় বেনিয়াদের গোলাম নই।

বিষয়: বিবিধ

১৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File