কি বিচিত্র এই দেশ আমার!!!

লিখেছেন লিখেছেন তৈয়্যিবুল্লাহ্ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৭:৩২ বিকাল

আজ তথ্যমন্ত্রী মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের ব্যাপারে তার সরকারের যে অবস্থান বেখ্যা করেছেন তাতে যে বিষয়গুলো পরিস্কার তা হলো, আল্লাহ,রাসূল,ইসলাম,কুরআন নিয়ে যে কেহ ঠাট্টা বিদ্রুপ করতে পারবে সমস্যা নেই কিন্তু তাদের এ কূকর্ম গণমাধ্যমে প্রকাশ করাঅপরাধ। দেশে নাস্তিক,কাদীয়ানিদের ইসলাম নিয়ে কটাক্ষ করা,ইসলাম নির্মূলের ঘোষণা দিয়ে বিজ্ঞাপণ দেয়া অপরাধ নয় কিন্তু দেশের স্বণামধন্য আলেমেদ্বীনের ইসলামের হেফাজতের জন্য মিডিয়ার মাধ্যমে ধর্মপ্রাণ মানুষদের ডাক দেয়া অপরাধ। দূর্নীতিবাজদের গণমাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে নিজেদের ক্লীন দাবী করা অপরাধ নয় কিন্তু তাদের দূর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ করা অপরাধ। পুরো প্রশাসনযন্ত্র ব্যবহার করে,ভূমিদস্যুদের সার্বিক সহযোগিতায়,দু দিকে দেশের সেড়া ম্যাডিকেলের হাজারো রুগীদের কষ্ট দিয়ে,লক্ষ মানুষের চলচলের পথ বন্ধ করে অবৈধ উদ্যেশ্য হাসিলের আন্দোলন করা অপরাধ নয় কিন্তু তাদের অবৈধ উদ্যশ্যর কথা সাধারণ মানুষকে জানানো দন্ডনীয় অপরাধ। কথিত ব্লগারদের (সরকারের ব্যাখ্যা মতে ক্ষুদ্র গোষ্ঠীগত পর্যায়ের)বিশেষ নিরাপত্তার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ করে দেয়া অপরাধ নয় কিন্তু তাদের আসল পরিচয় ও অবৈধ কর্মকান্ডের কথা দেশের মানুষকে জানানো কঠীন অপরাধ। আসলেই কি বিচিত্র এই দেশ আমার!!!! Click this link

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File