ভোট যুদ্ধে অংশগ্রহন করুন

লিখেছেন লিখেছেন ছাত্র ০৪ মার্চ, ২০১৩, ০৯:৩৪:২৪ রাত

এই পিটিশনে সর্বমোট ১০০০০০ (একলক্ষ) স্বাক্ষর পেলেই এটা পাস হয়ে যাবে এবং বারাক ওবামা আমাদের দেশের প্রহসনের যুদ্ধাপরাধের বিচারের প্রতি দৃষ্টি আনবেন এবং বিচারে সচ্ছতা আনতে এবং প্রয়োজনে বিচার বন্ধ করাতে বাধ্য করবেন।

ভোট দেয়ার জন্য প্রথমে Yahoo Mail অথবা Hotmail -এ একটি মেইল একাউন্ট করে নেই



এরপর White House এর লিংক গিয়ে



CREATE AN ACCOUNT বাটনে ক্লিক করুন।

E-mail address এবং Fast Name ও Last Name

এর আংশগুলো ফিলাপ করতে হবে। ZIP না লিখলেও চলবে। এর পর CREATE AN ACCOUNT বাটনে ক্লিক করুন



এরপর মেইলে একটি কনফরমেশন লিংক আসবে



কনফরমেশন লিংকে ক্লিক করার পরে SIGN THIS PETITION বাটনে ক্লিক করলেই ভোট সম্পন্ন হবে। এভাবে একাদিক মেইল একাউন্ট করে ভোট করতে হবে। এ ক্ষেত্রে Yhaoo Mail অথবা Hotmail একাউন্ট ব্যবহার করা যেতে পারে।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File