বাংলাদেশে হলুদের বাম্পার ফলন
লিখেছেন লিখেছেন ছাত্র ০৪ মার্চ, ২০১৩, ০৩:২৬:২৫ দুপুর
এবার বাংলাদেশে হলুদের বাম্পার ফলন হওয়ায় সবকিছুইতেই হলুদের ছোয়া লেগেছে। তাই সরকার ও বেশ কিছু মিডিয়া হলুদের যথাযথ ব্যবহারে এগিয়ে এসেছে। হলুদ ব্যবহারে সবচাইতে বেশী এগিয়ে রয়েছে নব্য আঙ্গুল ফুলে কলা গাছের মত গজিয়ে ওঠা কিছু টিভি চ্যানেল। যেমন: সময়টিভি, ৭১টিভি, দরবেশ বাবার ইন্ডিপিন্ডেট টিভি, দুই নারীর অধিকারী মাহফুজ ভাইয়ের এটিএন সহ আরও কিছু চ্যানেল। আর বাদ বাকি হলুদ দ্বারা প্রথম আলূ, কাকের কন্ঠ সহ বেশ কিছু পত্রিকা ছাপানো হচ্ছে। তবে ব্যাপক হলুদ ব্যাবহারের ফলে ঐ সকল মিডিয়ার জনপ্রিয়া দিন দিন হ্রাস পাচ্ছে অন্যদিকে হলুদ বিহীন মিডিয়ার জনপ্রিয়তা উর্দ্ধমূখী। তাই সরকার অতিরিক্ত কিছু হলুদ ভারতে রপ্তানী করার চিন্তু ভাবনা করছে। তবে ভারত সরকারের থেকে কোনে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাই নাই। ভারত জানিয়েছে তাদের ব্যাপক হলুদ মজুদ রয়েছে। কৃষি মন্ত্রী বলেছেন এই সাফল্য কৃষি মন্ত্রনালয়ের। অন্য দিকে তথ্য মন্ত্রী বলেছেন এটা তথ্য মন্ত্রনালয়ের সাফল্য এ নিয়ে দুই মন্ত্রীর মাঝ উত্তেজনা বিরাজ করছে।
বিষয়: রাজনীতি
১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন