সংগ্রামের ৫ জনকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পুলিশ

লিখেছেন লিখেছেন ছাত্র ০৪ মার্চ, ২০১৩, ১১:৩১:২২ সকাল

জিজ্ঞাসাবাদের কথা বলে দৈনিক ‘সংগ্রাম’ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক সাহাদত হোসাইনসহ পাঁচজনকে ধরে নিয়ে গেছে পুলিশ।

রবিবার রাত পৌনে ১২টার দিকে জামায়াতে ইসলামীর মুখপাত্র বলে পরিচিত পত্রিকাটির কার্যালয় থেকে তাদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পুলিশ।

ফোন দেয়া হলে রমনা থানা থেকে জানানো হয়, ‘এখন তারা রমনা থানায় রয়েছেন। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’

সংগ্রাম সূত্রে জানা যায়, গতরাত পৌনে ১২টার দিকে রমনা থানার এসআই জুবায়েরের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ এসে ৫ কর্মীকে নিয়ে যায়। এ সময় পুলিশ পত্রিকাটিকে জানায়, তাদের ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়া হবে।

সে সময়ে পুলিশ সংগ্রাম কার্যালয়ের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এরপর সহকারী বার্তা সম্পাদক সাহাদত হোসাইন, প্রডাকশন ম্যানেজার খায়রুল ইসলাম, ডেসপাস ম্যানেজার আবদুল হামিদসহ পাঁচজনকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে ফোনে একাধিকবার রমনা থানার এসআই জুবায়েরের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এরআগে গত ৩১ জানুয়ারি রাতে একইভাবে দৈনিক সংগ্রাম কার্যালয়ে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। সেদিন অনেকে পুলিশি হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।Click this link

বিষয়: রাজনীতি

১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File