হার্টের শক্তিশালি ওষুধ বিয়ে!
লিখেছেন লিখেছেন ছাত্র ১৯ আগস্ট, ২০১৩, ১১:৩৫:২৩ সকাল
হার্টের শক্তিশালি ওষুধ বিয়ে। গবেষকরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। সোশ্যাল বিহেভিয়ার ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এ গবেষণা পরিচালনা করেন। মূল গবেষক সমাজবিজ্ঞানী এলেন ইডলার বলেন, বিয়েটা এক্ষেত্রে একটি সফল অনুঘটক। হার্টের রোগ নিয়ন্ত্রণে এর ভূমিকা রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, হার্টের বাইপাস সার্জারির পর ৩ মাস পর্যন্ত বিবাহিতদের বেঁচে থাকার সম্ভাবনা অবিবাহিতদের চেয়ে তিনগুণ বেশি।
এছাড়া সার্জারির পর ৫ বছর পর্যন্ত বিবাহিতদের হার্টের সুরক্ষামূলক প্রভাব কার্যকর থাকে। গবেষণাটিতে বলা হয়, বিধবা, চিরকুমার ও ডিভোর্সিদের মৃত্যুঝুঁকি বেশি।
এলেন বলেন, আমরা ৫শ সার্জারি ও ইমারজেন্সি রোগীর ওপর গবেষণা করে এটি তৈরি করেছি।
কেন বিয়ে সঙ্কটময় মুহূর্তের ঝুঁকি কমিয়ে আনে তাও বলা হয়েছে প্রতিবেদনটিতে।
এতে বলা হয়, অবিবাহিতরা হার্ট সার্জারির পর ৫ বছরের মধ্যে ৭০ ভাগ পর্যন্ত মারা যায়। যেটা বিবাহিতদের ক্ষেত্রে অনেক কম।
এটা একটা উপকারী দিক। সব শেষে পরামর্শ দেয়া হয়, বিষয়টি যখন হার্ট সংক্রান্ত, বিয়েই তবে শক্তিশালী ওষুধ। এখন সিদ্ধান্ত আপনার হাতে বিয়ে করবেন নাকি হার্টের রোগে ভুগবেন
Click this link
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন