একটি ধর্মীয় সমাজের প্রত্যাশায় ........

লিখেছেন লিখেছেন আবু সাঈদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০১:১৮ রাত

আমাদের সমাজে আজকে শান্তি নাই কেন ? কেন সবাই শান্তির জন্য হাহাকার করে দিকবেদিক ছুটছে ? আসলেই কি আমাদের সমাজটা এমন হওয়ার কথা ছিল ?

আমারা এমন কোন সমাজ চাইনি যেখানে মানুষের জান মালের নিরাপত্তা থাকবেনা , যেই সমাজে নারীদের ইজ্জতের নিশ্চয়তা থাকবেনা , কিন্তু না চাওয়ার পরেও কেন আমারা এমন সমাজ পেলাম ?

কারণ আমরা আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে এসেছি , পৃথিবীর কোন ধর্মই মানুষকে খারাপ হতে শিখায়না , কোন ধর্মই মানুষকে অশ্লীলতা শিখায়না । আপনি আপনার ধর্মের কাছে ফিরে যান ।

ধর্মহীন সমাজকে আমরা মানুষের সমাজ বানাতে পারবনা , ধর্মহীন সমাজ আজকে আর মানুষের সমাজ নেই , ধর্মহীন সমাজগুলো আজকে অমানুষের সমাজে পরিণত হয়েছে ।

আসুন আমরা আমাদের ধর্মের কাছে ফিরে যাই । তবেই কেবল আমরা আমাদের সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারব ।।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File