বাবা নিয়ে যারা লিখেছেন তাঁহাদেরকে উৎসর্গ ।
লিখেছেন লিখেছেন জেদ্দাবাসী ১৩ এপ্রিল, ২০১৪, ০৬:০৯:৪০ সন্ধ্যা
ক্ষুধা অভাব অনটনে
মারে যখন থাবা,
ঘাম ঝরানো পরিশ্রমে
যুদ্ধ করেন বাবা।
হাঁটি হাঁটি পা পা
হোঁচট খেয়ে পরি,
হাত বাড়িয়ে দেন বাবা
যেন তাঁকে ধরি।
শৈশব অবুঝ শিশু ছিলাম,
ছিলাম হাবা-গোবা,
স্নেহের হাত মাথায় রেখে
পালেন পুষেন বাবা।
শরিরে যার বহন করি
জেনেটিক্যাল তথ্য,
তিনিই প্রথম শিক্ষা দিলেন
কোনটা মিথ্যা-সত্য।
সাত চক্করে আল্লাহ খুশি
তাহার ঘর কা-বা
জীবন চক্কর ঘিরে রাখেন
তিনি হলেন বাবা।
বিষয়: Contest_father
১৬৮৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবাকে নিয়ে আপনার লখাটা ও খুঁজে ফেলাম না ।
জাযাকাল্লাহ খায়ের
অনেক ধন্যবাদ
অনেক দিন পর লিখলেন! বেশ ভালো লাগল! সকল বাবার প্রতিশ্রদ্ধা!
জনাব জেদ্দাবাসী ও শ্রদ্ধেয়া ইক্লিপ্সের জন্য অনেক অন্নেক দোয়া ও শুভকামনা রইলো...
ফাটাফাটি লেখাটা পড়ার অপেক্ষায় রইলাম
ধন্যবাদ
আপনার কবিতাও সুন্দর হয়েছে ধন্যবাদ ।
বাবাকে নিয়ে আপনার লেখাটা পড়ার অপেক্ষায় রইলাম ।
বাস্তব এই কাহিনিগুলোতে অনেক শিক্ষনিয় বিষয় ছড়িয়ে ছিটিয়ে থাকে ।
লিখার সময় শুদ্ধ বানানের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু জেদ্দাবাসী প্রিয় ভাই
আল্লাহ আপনাকে রহমত করুন
সেইতো ভালো বন্ধু যে শুধু বন্ধুর তারিফ করেনা; তার ভুল-ত্রুটিগুলোও চোখে আঙ্গুল দেখিয়ে দেয়। তাই নয় কি??
(নিচে আপনার লেখায় যেগুলো বোল্ড করা আছে ঐ বানানগুলো শুধরে নিন তারপর আমার এই মন্তব্যটা ডিলিট করে দিন)
ক্ষুধা অভাব অনঠনে
মারে যখন থাবা,
ঘাম ঝরানো পরিশ্রমে
যুদ্ধু করেন বাবা।
হাঁটি হাঁটি পা পা
হোঁচট খেয়ে পরি,
হাত বাড়িয়ে দেন বাবা
যেন তাঁকে দরি।
শৈশব অবুঝ শিশু ছিলাম,
ছিলাম হাবা-গোবা,
স্নেহের হাত মাতায় রেখে
পালেন পুষেন বাবা।
শরিরে যার বহন করি
জেনেটিক্যাল তথ্য,
তিনিই প্রথম শিক্ষা দিলেন
কোনটা মিথ্যা-সত্য।
সাত চক্করে আল্লাহ খুশি
তাহার ঘর কা-বা
জীবন চক্কর ঘিরে রাখেন
তিনি হলেন বাবা।
যেটা জানিনা সেটা শিক্ষা নিতে লজ্জার কিছু নাই ।
ঠিক করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ ।
আাল্লাহ আপনার কলমে বরকত দিন আমীন ।
জাযাকাল্লাহ খায়ের
উৎসাহ মুলক মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ।
জাযাকাল্লাহ খহায়ের
মন্তব্য করতে লগইন করুন