ইচ্ছা

লিখেছেন লিখেছেন জেদ্দাবাসী ১৭ আগস্ট, ২০১৩, ১০:০০:৩৩ রাত

মিশর গণহত্যা ও শাপলা চত্বর গণহত্যার মত বর্বরতা দেখে আমার বড় আশা জেগেছে আমিও যদি এই মিছিলে সামিল হতে পারতাম। ফেরয়াউনের দল দুনিয়ার সবচেয়ে আধুনিক অশ্ত্রগুলি দিয়ে আমাকে ঝাঝারা করে দিবে আমার টকটকে লাল রক্ত, মাংস, হাড়্ড়ি, মাতার মগজ, রাজ পথে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ওখান থেকে পাখিরা আহার করবে, মেয়রের লোকেরা এসে পানি ছিটিয়ে রাস্তা ধুয়ে ফেলবে যেমন ধুয়েছিল শাপলা হত্যার পর, তারপর আমার বাকি ভাংগাচুরা অংশ গুলি নালায় গিয়ে পড়বে ওখানের কিট পোকারা আমাকে খাবে, বাদ বাকি সাগরে গিয়ে পড়লে মাছের খাদ্যতে পরিনত হবো, আর আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবো মাছের ওদর, পোকা ও পাখির পেট হতে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে।

হে আল্লাহ আমাকে সাহাদাতের জিবন দান করুন, যার কোন মৃত্যু নেই। আর যারা গাজী হওয়ার সপ্ন দেখে তোমার কাছে বিনীত প্রার্থনা করে তাদেরকে তুমি গাজী হওয়ার তৌফিক দান করুন, গাজীরা যদি বেঁচে না তাকে বীর সালাউদ্দিন আয়ুবীরা কেমনে জর্ম নিবে

বিষয়: বিবিধ

২০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File